সংবাদ সংস্থা মুম্বই: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন লেখক-গীতিকার জাভেদ আখতার। দিল্লিতে ফিকি-র এক অনুষ্ঠানে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, “এই দেশে কংগ্রেস হোক বা বিজেপি—সব সরকারই শান্তি স্থাপনের চেষ্টা করেছে। এমনকী বাজপেয়ী-ও পাকিস্তান গিয়েছিলেন। আর ওরা কী করল? যে জায়গায় উনি গিয়েছিলেন, তা ধুয়ে দিল! এটাই কি বন্ধুত্ব? যারা নিজেদের সৈনিকের দেহ কবর দিতেও রাজি নয়, তাদের সঙ্গে আর কী-ই বা কথা বলা যায়?”

 

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে হামলা চালায় জঙ্গিরা। তাদের নির্বিচারে গুলি চালানোয় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর জখম হন আরও ২০ জন। এই হামলার জেরে দেশের বিভিন্ন প্রান্তে কিছু কাশ্মীরির উপর শুরু হয় হামলা। কোথাও কোথাও কাশ্মীরি শাল বিক্রেতাদের মারধরের অভিযোগ উঠেছে। এমন এক ঘটনার পরিপ্রেক্ষিতে জাভেদ বললেন, “৯৯ শতাংশ কাশ্মীরিই ভারতের প্রতি অনুগত। যাঁরা মুসৌরি বা অন্য কোথাও গিয়ে কাশ্মীরিদের হেনস্থা করছেন, তাঁরা বুঝতেই পারছেন না—এভাবে আসলে পাকিস্তানের ষড়যন্ত্রকে সত্যি বলে প্রমাণ করে দিচ্ছেন!”

 

এই প্রথম নয়। এক্স (টুইটার)-এও ওই হামলার তীব্র নিন্দা করেন তিনি। লেখেন, “যা হওয়ার হোক, যত খরচই হোক, যত ঝুঁকিই থাকুক না কেন—পহেলগাঁওয়ের এই জঙ্গিরা কোনওভাবেই পার পেতে পারে না। এমন অমানবিক হত্যাকাণ্ডের যোগ্য শাস্তি মৃত্যুই।”

 

গত মঙ্গলবার সন্ধে। জম্মু-কাশ্মীরের পহেলগামের বাইসরানে আচমকাই বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে একদল বন্দুকধারী জঙ্গি। মুহূর্তে রক্তে লুটিয়ে পড়েন পর্যটকেরা। ঘটনাস্থলেই প্রাণ যায় ২৬ জনের, জখম হন আরও ২০ জন। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

 

এদিকে ওই মর্মান্তিক ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবারই দেশে ফিরে আসেন এবং সরকারি নৈশভোজ বাতিল করেন।