বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ঘিরে প্রতিবেশী দেশজুড়ে যখন উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই মুখ খুললেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সামাজিক মাধ্যমে এক নাতিদীর্ঘ পোস্ট করে এই নির্মম ঘটনাকে ‘বর্বরতা’ বলে আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন মানবতা ও নীরবতার রাজনীতিকে।
জাহ্নবী তাঁর নোটে লেখেন, “বাংলাদেশে যা ঘটছে তা নিছক কোনো ঘটনা নয়, এটি নির্মম হত্যাকাণ্ড এবং একক ঘটনা হিসেবে দেখার ভুল করবেন না। যে কেউ যদি এখনও বিষয়টি না জেনে থাকেন, তবে জেনে নিন। ভিডিও দেখুন, প্রশ্ন তুলুন। আর এতকিছুর পরও যদি কারও মনে ক্ষোভ না জাগে, তবে এই নির্লিপ্ততাই আমাদের ধ্বংস করবে।” তিনি আরও জানান, আমরা অনেক সময় দূর দেশের মানবিক সংকট নিয়ে কথা বলি, অথচ নিজের আশপাশে ঘটে যাওয়া নির্মমতা নিয়ে চুপ থাকি! এটাই সবচেয়ে বড় ভণ্ডামি।
শুধু নিন্দা নয়, অভিনেত্রী স্পষ্ট করে বলেন, “যে কোনও ধরনের চরমপন্থাকেই আজকে প্রশ্ন করার সময় এসেছে। নইলে একসময় আমরা নিজেরাই মানবতা কী, সেটাই ভুলে যাব। নিজেদের নিরাপদ মনে করা অদৃশ্য রেখার মধ্যে আবদ্ধ না থেকে সত্যিটা বুঝতে হবে, জানতে হবে এবং নিরীহ মানুষের পাশে দাঁড়াতে হবে।”

প্রসঙ্গত, বাংলাদেশের ময়মনসিংহে ২৫ বছর বয়সি দীপু চন্দ্র দাসের উপর গণপিটুনি ও নৃশংস হত্যার অভিযোগে দেশে যেমন ক্ষোভ ছড়িয়েছে, তেমনই আন্তর্জাতিক মহলেও উঠেছে প্রশ্ন। অভিযোগ, ‘ধর্ম অবমাননা’-র অভিযোগের জেরে তাঁকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সড়ক যোগাযোগ পর্যন্ত থমকে যায়। এই ঘটনায় সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ফের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে অভিনয়ের দিক থেকেও বেশ কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন জাহ্নবী কাপুর। ২০২৫ সালে তাঁর একাধিক ছবি মুক্তি পেয়েছে 'পরম সুন্দরী', নীরজ ঘেওয়ানের প্রশংসিত ও অস্কারে শর্টলিস্টেড 'হোমবাউন্ড' এবং 'সানি সংস্কারি কী তুলসী কুমারী'। তবে পেশাগত বিষয় ছাড়াও সমাজ-রাজনীতি ও মানবিক ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করাও যে তাঁর কাছে ভীষণগুরুত্বপূর্ণ, তা এই ঘটনার পর আরও একবার পরিষ্কার হল।
এই ঘটনার পর অভিনেত্রীর পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, শুধু বলিউড দুনিয়ায় নয়, দর্শক ও সাধারণ মানুষের মধ্যেও। প্রশ্ন একটাই, ধর্মের নামে এমন নিষ্ঠুরতা আর কতদিন? মানবতার পক্ষে দাঁড়ানোর তারকা-অভিনেত্রীর এই আহ্বান এবার কতটা জোরালো সাড়া পায়, সেটাই এখন দেখার।
