নিজস্ব সংবাদদাতা: মহালয়ার পূণ্য লগ্ন মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দুর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে।

 

 

এই বছর মহালয়ার পূণ্য প্রভাতে দেবী দুর্গা হয়ে জি বাংলার পর্দায় ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে এই চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের নায়িকারাও থাকবেন। 'জগদ্ধাত্রী'র 'জ্যাস সান্যাল', 'কে প্রথম কাছে এসেছি'র 'মধুবনী' এবং 'আলোর কোলে'র 'পুপুল'কে দেখা যাবে দুর্গার তিন রূপে। 

 

সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে মহালয়ার প্রোমো। সেখানে দুর্গা রূপে রণক্ষেত্রে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। মহিষাসুরের সঙ্গে যুদ্ধক্ষেত্রে দেবীর ৩ রূপে দেখা যাবে এই ৩ নায়িকাকে।

 

তারকাসুর বধ করার জন্য দেবী 'শৈলপুত্রী' হিসেবে দেখা যাবে 'পুপুল' অর্থাৎ ঋষিতা নন্দীকে। দেবী 'চন্দ্রঘণ্টা' হয়ে ধরা দিলেন 'মধুবনী' ওরফে মোহনা মাইতি। অন্যদিকে দেবী 'ব্রহ্মচারিণী' হিসেবে দেখা মিলল 'জগদ্ধাত্রী' ওরফে অঙ্কিতা মল্লিকের। এই প্রভাতী অনুষ্ঠান মহালয়ার দিন সকাল ৫টায় সম্প্রচারিত হবে।

 

 

অন্যদিকে স্টার জলসায় এবার দুর্গা হচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর সঙ্গে থাকবেন সন্দীপ্তা সেন, মধুমিতা সরকার এবং সঙ্গে থাকবেন জলসার ধারাবাহিকের নায়িকারা। সোনামণি সাহা, স্বস্তিকা ঘোষ, হিয়া মুখোপাধ্যায় সহ দেখা যাবে আরোও অনেককে।