ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বরাবরের মতো শাকিবের এই ছবিটি নিয়েও চলছে নানা আলোচনা। আছে অনেক গুঞ্জনও! যার ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, শাকিব অভিনীত ‘প্রিন্স’-এ অভিনয় করবেন বলিউডের অভিনেতা জ্যাকি শ্রফ। বলার অপেক্ষা রাখে না, হঠাৎ ছড়ানো শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ- এই গুঞ্জন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
জ্যাকির সংযোজন বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির কাজ চলছে। প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘এবারের গল্প, নির্মাণ এবং কাস্টিং সবকিছুই আলাদা করে ভাবা হচ্ছে। বড় চমক থাকছে ‘প্রিন্স’-এ।’ ছবির প্রযোজক দলও নাম না প্রকাশের শর্তে বলেন, ‘দুই দেশের তারকা একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। এই সিনেমা সেই দিকেই যাচ্ছে।’
সম্প্রতি 'প্রিন্স'-এর মূল টিম বলিউডে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে। জানা যাচ্ছে ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ'। কেবল 'প্রিন্স' নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
এই প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ এক সাক্ষাৎকারে বলেন, "আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন 'অ্যানিম্যাল'-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়।" তাঁর কথায়, "অমিতাভজি তাঁর একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করছিলেন। অমিতের সূত্রেই ওঁর (অমিতাভ বচ্চন) সঙ্গে যোগাযোগ হয়।"
পরিচালকের কথায়, "অমিতাভস্যার শাকিব খানের ছবি দেখেছেন। তিনি শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদনদুনিয়া নিয়েও তাঁর বেশ আগ্রহ লক্ষ করেছি। তবে, আমাদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনও কথা হয়নি।"
