সংবাদসংস্থা মুম্বই: বলিপাড়ায় এখন বিয়ের মরশুম। সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন আদর জৈন এবং আলেখা আডবাণী। সেই বিয়ে নিয়েই বেশ কিছু দিন ধরে শোরগোল চলছিল। কাপুর বাড়ির এই বিয়েতে তারকারাও হাজির ছিলেন। নিমন্ত্রিতের তালিকায় ছিলেন তারকাদের কাছের বন্ধু এবং সমাজমাধ্যমে পরিচিত মুখ ওরি। বিয়েতে ওরির সাজ নিয়েও চর্চা কম হয়নি।
বিয়েতে ওরির সাজের প্রশংসা করেছেন উর্বশী রাউতেলাও। তবে উর্বশী শুধু প্রশংসা করেই থেমে যাননি। ওরির বিয়ে নিয়ে মন্তব্যও করেছেন। ওরির পোস্টের মন্তব্যে নায়িকা লিখেছেন, 'তোমার বিয়ের নিমন্ত্রণ পাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।' এদিকে ওই মন্তব্যে উর্বশীকে উদ্দেশ করে ওরি লেখেন, 'আমাদের'।
আর এখান থেকেই জল্পনার সূত্রপাত। ওরির এই উত্তর নিয়েই নতুন করে শুরু হয়েছে চর্চা। অনেকেই দুয়ে দুয়ে চার করতে শুরু করে দিয়েছেন। কারওর মতে প্রেম করছেন উর্বশী-ওরি। আবার কেউ মনে করছেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তাঁরা। যদিও উর্বশী জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি বিয়ের পিঁড়িতে বসবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নাকি তাঁর খারাপ দশা চলছে। বিয়ে করার জন্য এই সময়টা নাকি আদর্শ নয়। কিন্তু এই খারাপ যোগ কেটে গেলে কি ওরির গলায় মালা দেবেন উর্বশী? তা যদিও এখনও জানা যায়নি।
