জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি'-এর নতুন সিজন, যেখানে স্মৃতি ইরানি মুখ্য চরিত্রে অভিনয় করছেন, তা শীঘ্রই শেষ হতে চলেছে বলে সমাজমাধ্যমে গুজব ছড়াচ্ছিল। তবে জানা যাচ্ছে যে এই গুজব সম্পূর্ণ ভুয়ো। 

 

 

ধারাবাহিকের প্রোডাকশন টিমের ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, নির্মাতাদের এই মুহূর্তে শো শেষ করার কোনও পরিকল্পনা নেই। বরং, দর্শক ধরে রাখতে এবং গল্পে নতুন মোড় আনতে খুব তাড়াতাড়িই এই ধারাবাহিকে একটি বড় ধরনের লিপ আসতে পারে। এর অর্থ হল, এই সিজনটির মেয়াদ বাড়ানো হতে পারে।

 


এই লিপের খবরে দর্শকরা বেশ আগ্রহী হয়ে উঠেছেন, কারণ সাধারণত এমন মোড় গল্পকে আরও সতেজ করে তোলে এবং নতুন চরিত্র বা পরিস্থিতি যোগ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই লিপের পরেও স্মৃতি ইরানি (তুলসী)-কে শোটির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা যাবে বলে জানানো হয়েছে। তাঁর চরিত্রটিকে ঘিরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

 


আবার ছোটপর্দার আইকনিক চরিত্র 'তুলসী' হয়ে ফিরেছেন স্মৃতি ইরানি। আর তাঁর সঙ্গেই ফিরছিল ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হয় ষ্টার প্লাস চ্যানেলে গত ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০-এ। এছাড়া অনলাইনেও দর্শক দেখেন তুলসী ও তাঁর পরিবারকে।  

 


জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যায় এই ধারাবাহিক যে কোনও সময়ে। ২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। ধারাবাহিক শুরু হওয়ার আগেই এসেছিল এক বড় খবর। জানা গিয়েছিল এই মেগা নাকি মাত্র ১৫-২০টি পর্বে সম্প্রচারিত হবে। প্রথমে নাকি ১৫০ পর্বের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর।তাই ধারাবাহিক শেষের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এই মেগা শেষ হচ্ছে বলেই নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা।

 

আরও পড়ুন: রূপকথার রাজ্যের মতো সাজানো অনন্যা পাণ্ডের বাড়ি! জানেন কী কী চমক আছে নায়িকার অন্দরমহলে?

 


গল্পে তুলসীর স্বামী 'মিহির ভিরানি'র চরিত্রে দেখা যাচ্ছে অমর উপাধ্যায়কে। ধারাবাহিকে এবার থাকছে ত্রিকোণ প্রেমও। মিহিরের প্রেমিকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী বরখা বিশতকে। তুলসী ও তার পরিবারকে আরও একবার পর্দায় দেখে দারুণ ভালবাসা দিয়েছে দর্শক মহল। এমনকী চ্যানেলের রেটিং চার্টেও শুরু থেকে ভাল ফল করেছে এই ধারাবাহিক। এবার গল্পে লিপ এলে তা কোন দিকে মোড় নেবে, জানার জন্য অপেক্ষায় সিরিয়ালপ্রেমীরা।