সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
রশ্মিকার যত্নে সলমন
এ আর মুরুগাদোসের পরিচালনায় রশ্মিকা মন্দানার সঙ্গে 'সিকান্দর' ছবিতে জুটি বেঁধেছেন সলমন খান। প্রথমবার জুটি হিসাবে দেখা যাবে সলমন-রশ্মিকাকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সহ-অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ রশ্মিকা। তাঁর কথায়, "সেটে এক সময় খুব অসুস্থ হয়ে পড়ি। তখন খাবার এনে দেওয়া, গরম জল এনে দেওয়া, সব রকমভাবে আমার যত্ন করা, এই সবকিছুই সলমন নিজের হাতে করেছেন। সত্যিই খুব ভাল মনের মানুষ সলমন।"
মেয়ের জন্য সবচেয়ে দামি উপহার বরুণের
গত বছর বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান লারা। মেয়ের জন্য এখনও পর্যন্ত সবচেয়ে দামি কী উপহার কিনেছেন বরুণ? সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, মেয়ের জন্মের আগে স্ত্রী নাতাশাকে নিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন। অর্থাৎ তাঁদের 'বেবিমুন' ছিল সবচেয়ে দামি তাঁর কাছে।
শুটিং ফ্লোরে ফিরছেন দীপিকা?
দীপিকার পাড়ুকোনের জন্মদিনে অনুরাগী থেকে তারকা মহল শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকা থেকে বাদ যাননি 'কল্কি' টিমও। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয় সমাজ মাধ্যমে। সেখানে লেখা, 'খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে দেখা হচ্ছে।' ওই পোস্ট দেখে নেটিজেনদের কৌতূহল, তবে কী এবার কাজে ফিরছেন অভিনেত্রী? যদিও মেয়ে দুয়াকেই এখন সময় দেবেন বলে জানিয়েছেন দীপিকা। তাই এখনই কাজে ফেরার ইঙ্গিত দেননি তিনি।
