সংবাদসংস্থা মুম্বই: ৭০ ছুঁইছুঁই বয়সে মহিলা ভক্তের সঙ্গে অশালীন আচরণের জন্য চরম কটাক্ষের শিকার গায়ক উদিত নারায়ণ।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে উদিত নারায়ণ মঞ্চে গান গাইছেন। আর তার ফাঁকে সেখানে উপস্থিত মহিলা অনুরাগীদের জাপটে ধরে চুমু খাচ্ছেন। এদিন উদিত নারায়ণ তাঁর হিট গান 'টিপ টিপ বরসা পানি' গাইছেন। তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন তখন অনেক মহিলারাই মঞ্চের নিচে এসে জড়ো হন। দূর থেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক। গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটান সেই কাণ্ড। একজন মহিলার সঙ্গে গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই তাঁদের গালে চুমু খেতে থাকেন। এরপর সরাসরি ঠোঁটে চুম্বন করেন গায়ক।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই উদিতের উপর চটে লাল নেটিজেনরা। কী কারণে এমন করলেন তিনি এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকে আবার বলছেন, এই প্রথমবার নয়। অলকা ইয়াগনিককেও নাকি এভাবে একবার বিনা অনুমতিতে গালে চুমু দেন উদিত।
