সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম পরিচিত নাম শরদ কেলকার। বিভিন্ন  ছবি ও ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি একাধিক জনপ্রিয় হলিউড ও দক্ষিণী ছবির হিন্দি ডাবিংয়ে তাঁর স্বর শোনা যায়। বনশালির ‘রাম-লীলা’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। সেই ছবির শুটিংয়ে তাঁর সঙ্গে অদ্ভুত একটি কাণ্ড করেছিলেন দীপিকা পাড়ুকোন! এই প্রথম সেকথা ফাঁস করলেন অভিনেতা। 

 

শরদ জানান, ছবি ‘লহু মু লগ গয়া’ গানের শুটিং ১১ দিন ধরে চলেছিল। সেই নাচের দৃশ্যের শুটিংয়ের সময় পায়ে জোর চোট পেয়েছিলেন দীপিকা। তবু তাঁকে দমানো যায়নি। পায়ে টেপ-ব্যান্ডেজ বাঁধা সেই চোট-আঘাত নিয়েই নেচে গিয়েছিলেন তিনি। সেই সময় শরদের হাঁটুতেও অস্ত্রোপচার হয়েছিল। হাঁটু মুড়ে বসতেও অসুবিধে হচ্ছিল। আর তাঁকে ওই অবস্থায় ছবির শুট সারতে হচ্ছিল। চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন, সাবধানে শুটিং করতে। গোটা বিষয়টি জানতে পেরেছিলেন দীপিকা। জানতে পেরেই নিজে থেকে এসে শরদকে শিখিয়েছিলেন কীভাবে পায়ে চোট থাকা সত্বেও অভিনয় করা যায়। কোন ভঙ্গিতে পা ফেলতে হবে, ইত্যাদি। 

 

অভিনেতার কথায়, “নাচের স্টেপ তুলব কী, যন্ত্রণার চোটে বুঝতেই পারছিলাম না কী করব। এরপর সব দেখেশুনে এগিয়ে আসে দীপিকা। নিজে দাঁড়িয়ে থেকে আমাকে শিখিয়েছিল। সাহায্য করেছিল নাচের স্টেপগুলো তুলতে। দুপুরের খাবারের সময় ও খেতে না গিয়ে আমার সঙ্গে বসেছিল। শুধু বারবার বলে গিয়েছিল - কিচ্ছু হবে না। তুমি পারবে। আমি শিখিয়ে দেব তোমাকে... দীপিকাকে আমি যত না ভালবাসি তার থেকে অনেক বেশি শ্রদ্ধা করি।”