সালটা ২০১৯। ছোট্ট আদীপ্তকে দত্তক নেন গায়িকা জোজো মুখোপাধ্যায়। বর্তমানে সমাজমাধ্যমে চোখ রাখলেই গায়িকাকে তাঁর ছেলের সঙ্গে নানা ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায়। সেই খুদে সম্প্রতি ৬ বছরে পা দিল। সেই উপলক্ষ্যে সারেগামাপার সেটে রীতিমত হইচই পড়ে গিয়েছিল। কেক কেটে উদ্যাপন করা হয় আদীপ্ত ওরফে আদির জন্মদিন।
গায়িকা জোজো মুখোপাধ্যায় সম্প্রতি ফেসবুকে ছেলে আদীপ্তর জন্মদিন উদ্যাপনের একগুচ্ছ ছবি ভিডিও পোস্ট করেছেন। লাল জামা প্যান্টে এদিন দেখা যায় ছোট্ট আদিকে। ছেলে কেক কাটার পর তাকে নিজের হাতে তা খাইয়ে দেন জোজো। পাশে ছিলেন সারেগামাপার অন্যান্য বিচারকরা। ছিলেন প্রতিযোগীরাও। ইমন চক্রবর্তীও আদিকে কেক খাইয়ে আদর করে দেন। কেক কাটার সময় সকলে মিলে 'হ্যাপি বার্থডে' গানটি গান আদির জন্য।
ছেলের বার্থডে সেলিব্রেশনের ছবিগুলো পোস্ট করে জোজো লেখেন, 'কী যে বলব আমি জানি! আমি ভীষণই কৃতজ্ঞ টিম সারেগামাপার কাছে আদির জন্মদিনকে এতটা বিশেষ করে তোলার জন্য।' গায়িকা এদিন আরও লেখেন, 'ঈশ্বরের অসীম কৃপা যে ও এত গুণী মানুষের সান্নিধ্যে আসতে পারছে। আদির হয়ে আমি সবাইকে প্রণাম জানালাম। এভাবেই ওকে আশীর্বাদ করো।' তিনি তাঁর পোস্টে ধন্যবাদ জানান সারেগামাপার অন্যান্য বিচারকদের, যেমন রূপম ইসলাম, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, শান্তনু মৈত্র, রূপঙ্কর বাগচি, কৌশিকী চক্রবর্তী, ইমন চক্রবর্তীকে।
ইমনও এদিন আদির জন্মদিনের একটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। লেখেন, 'ওরা সব চেয়ে ভাল। সব চেয়ে সুন্দর। বিলেটেড হ্যাপি বার্থডে আদি বাবু।' তিনি এদিন আরও লেখেন, 'ইমন মাসি তোমাকে ভালবাসে। অনেক বড় হও বাবা। অনেক ভাল মানুষ হও।' প্রসঙ্গত জোজো যে পোস্টটি করেছেন সেখানে আদীপ্তকে রূপম ইসলাম, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তীর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত জোজো মুখোপাধ্যায় তাঁর শাশুড়িকে কিছুদিন আগেই হারিয়েছেন। তাঁর স্বামী এবং মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। ফলে ছেলে আদি এবং কাজ নিয়েই গায়িকার অধিকাংশ সময় কাটে। ছোট্ট আদি যখন জোজোর জীবনে এসেছিল তখন মহামারীর প্রকোপ পুরোদমে। সংক্রমণের ভয়ে ছেলেকে কাছছাড়া করেননি গায়িকা। নিজেই তার দেখভাল, ওষুধ খাওয়ানো সমস্ত কিছু করতেন। জোজোর মেয়ে বাজো-ও আদিকে আপন করে নিয়েছে। ভীষণ ভালবাসে। গায়িকার কথায় তাঁর মেয়ে আদির 'দ্বিতীয় মা'।
