স্টেজ শো, প্লেব্যাক, অ্যালবামের ব্যস্ততা সামলেও গান শেখান ইমন চক্রবর্তী। নিছক সঙ্গীতের প্রতি ভালবাসা থেকেই খুলেছিলেন ইমন চক্রবর্তী সঙ্গীত অ্যাকাডেমি। কিন্তু সেখানেও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন। সম্প্রতি এক পডকাস্টে সে কথাই ফাঁস করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা।

বেশ কয়েক বছর ধরে জি বাংলার ‘সারেগামাপা’-র সঙ্গে জড়িত ইমন। গানের জনপ্রিয় সেই রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা যায় তাঁকে। গায়িকা জানান, অনেক অভিভাবক তাঁদের সন্তানকে সেই অনুষ্ঠানে সুযোগ পাইয়ে দেওয়ার আসায় তাঁর কাছে গান শেখাতে নিয়ে আসেন।

ইমন বলেন, “আমার কাছে অনেকে গান শিখতে আসে। তাদের মধ্যে অনেকে এই বিশ্বাস নিয়ে আসে যে, আমার কাছে গান শিখলেই সারেগামাপা-তে সুযোগ পাওয়া যাবে। তারপর যখন তারা গানটা শিখতে বসে এবং বোঝে যে, এখানে তো এটা হবে না, তখন দেখি তারা আর আসে না। একটা সময়ের পর তাদের আমি আর দেখতে পাই না। কিন্তু তাতে আমার কোনও দুঃখ নেই।”

এখানেই শেষ নয়। তিনি আরও যোগ করেন, “আর আমি তো মূলত শেখাই রবীন্দ্রনাথের গান আর লোকগান। সেক্ষেত্রে খুবই তারা আহত হয়। তাদের থেকে বেশি আহত হন বাবা-মায়েরা। ভাবেন যে, ইশ, এখানে নিয়ে এলাম। ভেবেছিলাম সারেগামাপা-তে সুযোগ পাবে। কিন্তু সেটা তো হলই না। সেই দুঃখ তাঁদের খুব হয়।”

আরও পড়ুন: অবসরের ‘উপদেশ’ পেতেই ফুঁসে উঠলেন শাহরুখ! শায়েস্তা করতে যা জবাব দিলেন! অবাক হবেন আপনিও

গান গাইতে পারার নিরীখে যাঁদের প্রতিভাব বিচার করছেন, তাঁদের কাছ থেকেও প্রতিনিয়ত অনেক কিছু শিখে চলেছেন ইমন। সারেগামাপা প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিযোগীদের থেকে আমি অনেক কিছু শিখি। একজন প্রতিযোগী সকাল ন’টায় রেডি হয়। তারপর সে রাত দশটায় গান গাইছে। এবং তাকে তার সেরাটা দিতে হচ্ছে। কোন ক্ষমতায় করে আমি জানি না। ওই হেয়ার, মেকআপ, কস্টিউম নিয়ে ওরকম পারফর্ম করাটা অতুলনীয়। আমাকে দিলে আমি তো চচ্চড়ি করে দেব পুরো।”

২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালবাসো’ গেয়ে জাতীয় পুরস্কার জিতে নেন ইমন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।  অস্কারেও মনোনয়ন পেয়েছিল গায়িকা ইমনের গান। অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গানের মধ্যে ছিল 'ইতি মা'। তবে শেষমেশ প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গানটি।

আরও পড়ুন: ‘ছবির অজুহাতে বয়সে ছোট নায়িকাদের সঙ্গে ফুর্তি’! নিজেকে নিয়ে এবার বিস্ফোরক মাধবন

একের পর এক হিট গান। তবুও নিজের গান নিয়ে আক্ষেপ রয়ে গিয়েছে ইমনের। তাঁর মতে, বিভিন্ন ধরনের গান গাইলেও সঙ্গীত পরিচালকেরা তাঁকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চান না। নিজের এক দশকের বেশি সময়ের কর্মজীবন নিয়ে আফসোসের কথা জানিয়েছিলেন তিনি। তবে নিজের ছন্দে কেরিয়ারে এগিয়ে গিয়েছেন গায়িকা। সঙ্গীতের সঙ্গেই তাঁর দিনরাতের যাপন।