মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে ইমন চক্রবর্তীকে। সম্প্রতি এমনই ‘খবর’ ঘুরপাক খেতে থাকে সোশ্যাল মিডিয়ায়। টলিউডের প্রথম সারির গায়িকার এমন বিস্ফোরক মন্তব্য হতবাক তাঁর ভক্তেরাও। ইমনকে আগাগোড়াই সাহসী বলে জানেন সকলে। রাখঢাক করে কথা বলেন না। অন্যায়ের প্রতিবাদেও সব সময়ই সরব। এহেন শিল্পীর এমন দুর্দশার কথা এক কথায় কল্পনাতীত। তা হলে আচমকা এমন মন্তব্য কেন?

এখানেই আসল টুইস্ট। ইমন আদৌ এমন মন্তব্য করেননি। পুরো বিষয়টাই একেবারে ‘ভুয়ো’। বিষয়টি প্রথমে সে ভাবে পাত্তা দেননি ইমন। এড়িয়েই গিয়েছিলেন। কিন্তু গায়িকার প্রহৃত হওয়ার ‘খবর’ তাঁর বাবার কাছে পৌঁছতেই যাবতীয় সমস্যার সূত্রপাত। আর চুপ করে থাকতে পারেন না ইমন। প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। নেটমাধ্যমে তিনি লেখেন, ‘আমাকে অনেকেই এই ছবিটি স্ক্রিনশট তুলে পাঠিয়েছে। ইগনোর করেছি। আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। ইগনোর করতে পারলাম না। বিনোদনের নামে কোথাও গিয়ে ক্ষতি কপে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা, বোধ কিছু থাকলে এভাবে খবর কেউ করে না।’

ইমনের পোস্টে এই ভুয়ো খবর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ও।

২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালবাসো’ গেয়ে জাতীয় পুরস্কার জিতে নেন ইমন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।  অস্কারেও মনোনয়ন পেয়েছিল গায়িকা ইমনের গান। অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গানের মধ্যে ছিল 'ইতি মা'। তবে শেষমেশ প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গানটি। কিন্তু ইমনের যাত্রাপথ এখনও একই রকম মসৃণ। টলিউডের ছবিতে একের পর একে প্লেব্যাক করে চলেছেন। একাধিক রিয়্যালিটি শোয়েও বিচারকের আসনে দেখা যায় তাঁকে।

সম্প্রতি এক পডকাস্টে বিচারক হওয়ার বিড়ম্বনা নিয়েও কথা বলেছিলেন ইমন। জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা বলেন, “আমার কাছে অনেকে গান শিখতে আসে। তাদের মধ্যে অনেকে এই বিশ্বাস নিয়ে আসে যে, আমার কাছে গান শিখলেই সারেগামাপা-তে সুযোগ পাওয়া যাবে। তারপর যখন তারা গানটা শিখতে বসে এবং বোঝে যে, এখানে তো এটা হবে না, তখন দেখি তারা আর আসে না। একটা সময়ের পর তাদের আমি আর দেখতে পাই না। কিন্তু তাতে আমার কোনও দুঃখ নেই।”
এখানেই শেষ নয়। তিনি আরও যোগ করেন, “আর আমি তো মূলত শেখাই রবীন্দ্রনাথের গান আর লোকগান। সেক্ষেত্রে খুবই তারা আহত হয়। তাদের থেকে বেশি আহত হন বাবা-মায়েরা। ভাবেন যে, ইশ, এখানে নিয়ে এলাম। ভেবেছিলাম সারেগামাপা-তে সুযোগ পাবে। কিন্তু সেটা তো হলই না। সেই দুঃখ তাঁদের খুব হয়।”
বিতর্ক এবং ইমন যেন সমার্থক। নানা সময় নানা কারণে ট্রোল-কটাক্ষের শিকার হয়েছেন গায়িকা। কিন্তু শুধু গান নয়, প্রতিবাদেও তাঁর কণ্ঠ অমলিন। আজ তা আরও একবার প্রমাণ করলেন তিনি।