সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কবে আসছে 'কৃষ ৪'?
২০১৩ সালে 'কৃষ ৩' মুক্তির পর থেকেই দর্শক অপেক্ষা করছিলেন 'কৃষ' রূপে আরও একবার হৃতিক রোশনকে দেখার জন্য। 'কৃষ ৪'-এর খবর আগেই পেয়েছিলেন সিনেপ্রেমীরা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, জুনিয়র এনটিআর-এর সঙ্গে 'ওয়ার ২'-এর শুটিং সারার পর ২০২৫-এই শুরু হতে চলেছে 'কৃষ ৪'-এর শুটিং।
অন্য নারীদের প্রতি আসক্ত বনি কাপুর?
২০১৮ সালে শ্রীদেবীর মৃত্যুর পর নিজেকে কীভাবে সামলেছিলেন বনি কাপুর? সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, "শ্রীদেবীকে জীবনের শেষদিন পর্যন্ত ভালবাসব। ওকে ভালবেসেই সব ছেড়েছিলাম। অনেক মহিলাদের সঙ্গে মিশেছি, আকর্ষিত হয়েছি তাঁদের প্রতি। কিন্তু ভালবাসিনি।"
নতুন শুরু মালাইকার
বিচ্ছেদের পর প্রথমবার অর্জুন কাপুরকে নিয়ে মুখ খুললেন মালাইকা অরোরা। প্রাক্তন প্রেমিকার জন্য মানসিক স্থিতি হারিয়েছিলেন অর্জুন, এমনটাই দাবি করেছিলেন অভিনেতা। এবার মালাইকা সেই কথার রেশ টেনে বলেন, "পুরনো সবকিছুকে দূরে সরিয়ে আমাদের প্রত্যেকের উচিৎ নতুন করে বাঁচা। নতুন বছরে নতুন নতুনভাবে জীবন শুরু করতে তৈরি আমি।"
