আগামী দশেরায় সিনেমাপ্রেমীদের জন্য আসছে বহুল প্রতীক্ষিত ছবি — ঋষভ শেট্টির ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’। ২০২২ সালের ব্লকবাস্টার ‘কান্তারা’-র এই প্রিক্যুয়েল মুক্তি পাচ্ছে ২ অক্টোবর ২০২৫, অর্থাৎ গান্ধী জয়ন্তী ও উৎসব মরশুমকে কেন্দ্র করে। সোমবার মুক্তি পেল ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। এবং সেই ট্রেলারের পর্দা সমাজমাধ্যমে ওঠালেন খোদ হৃতিক রোশন!
এই ছবির ট্রেলার উন্মোচন করে হৃতিক লিখলেন, “কিছু গল্প শুধু বলার মধ্যেই শেষ হয় না, তাকে অনুভব করতে হয়। ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর হিন্দি ভার্সনের ট্রেলারের ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি যারপরনাই গর্বিত।”

ছবির ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শকমহলে। ট্রেলারে দেখা যাচ্ছে ঋষভকে এক ভয়ঙ্কর যোদ্ধার ভূমিকায়, যিনি এক নিষ্ঠুর সম্রাটের বিরুদ্ধে গ্রামীণ মানুষদের রক্ষা করছেন। গল্পের আবহে স্পষ্ট ইঙ্গিত—ঋষভের চরিত্র সেই ভবিষ্যদ্বাণীকৃত দেবরক্ষক, যার আগমন কিংবদন্তির পাতায় লেখা ছিল বহুকাল আগে।
ছবিটি নির্মাণ করেছে হোম্বলে ফিল্মস, প্রযোজক বিজয় কিরাগান্দুর। কন্নড় ভাষার পাশাপাশি ছবি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম-এর ডাব ভার্সনে। কাহিনি আবর্তিত হয়েছে উপকূলীয় কর্ণাটকের পটভূমিতে, যেখানে খোঁজা হবে কাদম্বর রাজবংশ এবং অতীত ঐতিহ্যের গভীর শিকড়।
অভিনয়ে আছেন রুক্মিণী বসন্ত (কণকাবতী চরিত্রে) ও বলিউড অভিনেতা গুলশন দেবাইয়া (কুলশেখর চরিত্রে)। তবে প্রথম দিকের প্রচারে কাস্ট বা প্রচলিত টিজার প্রকাশ না করে, ছবির টিম নিয়েছে লো-কি প্রোমোশনাল স্ট্র্যাটেজি। অর্থাৎ ছবির যৎসামান্য প্রচার। সেই কারণে এই ট্রেলার মুক্তির পরই তৈরি হয়েছে বিপুল কৌতূহল।
প্রযুক্তিগত দিক থেকেও ছবির সঙ্গে আছেন প্রথম পর্বের চেনা মুখ—সঙ্গীত পরিচালক অজনীশ লোকনাথ, সিনেমাটোগ্রাফার অরবিন্দ কাশ্যপ, কস্টিউম ডিজাইনে প্রাগতি শেট্টি। সম্প্রতি ছবিতে একটি বিশেষ গানে যুক্ত হয়েছেন পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ।
ছবিটি মুক্তির আগের দিনই, অর্থাৎ ১ অক্টোবর, প্রিমিয়ার শো হবে ২৫০০টিরও বেশি প্রেক্ষাগৃহে। ঠিক যেমন কান্তারা (২০২২) প্রথমে নীরব প্রচার সত্ত্বেও মুক্তির পর সোশ্যাল মিডিয়া ঝড়ে বক্স অফিসে আগুন ধরিয়েছিল, এবারও সেই ইতিহাস পুনরাবৃত্তির আশায় নির্মাতারা ভরসা রাখছেন দর্শকের মুখে-মুখে প্রচারের ওপর।
তবে ছবির যাত্রাপথ একেবারে মসৃণ ছিল না। চলতি বছর জুনে হৃদরোগে প্রয়াত হন ছবির কৌতুকশিল্পী কালাভাভন নিঝু। এর আগে মে মাসে মারা যান অভিনেতা ও টেলিভিশন মুখ রাকেশ পূজারি (৩৪ বছর বয়সে, হৃদরোগে)। একই সময়ে এক ক্রু-সদস্যের মৃত্যু হয় উডুপির কাছে জলে ডুবে। শুটিং চলাকালীন একটি নৌকাডুবির ঘটনাও ঘটে, যেখানে স্রষ্টা-নায়ক ঋষভ শেট্টি এবং আরও ৩০ জন সুরক্ষিতভাবে বেরিয়ে আসেন।
অতএব, উত্থান-পতনের মধ্য দিয়েই এগিয়েছে এই প্রকল্প। এখন দেখার বিষয়, ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ কি না আবারও ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন এক সাংস্কৃতিক ঝড় তুলতে পারে।
