সংবাদসংস্থা মুম্বই: 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র'-এর ব্যাপক সাফল্যের পর, অজয় দেবগন এবং পরিচালক ওম রাউত আরেকটি ঐতিহাসিক ছবির জন্য ফের জুটি বাঁধছেন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে হৃতিক রোশনকে প্রতিপক্ষের চরিত্রে দেখা যেতে পারে।

 

অজয় এবং ওম প্রাথমিকভাবে মারাঠা যোদ্ধা বাজি প্রভু দেশপান্ডের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্রের পরিকল্পনা করেছিলেন, যিনি পবন খিন্দের যুদ্ধে চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন। কিন্তু সূত্রের খবর, এই গল্পটি নিয়ে এগোনো না হলেও মারাঠা রাজ্যের অন্য একজন ঐতিহাসিক নায়কের চরিত্র বড়পর্দায় ফুটিয়ে তুলতে পারেন এই পরিচালক-অভিনেতার জুটি। যদিও এই মুহূর্তে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। চলছে চিত্রনাট্য লেখা ও রেকির কাজ।

 

এই ছবির মূল আকর্ষণ হতে চলেছেন হৃতিক রোশন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, অজয় নাকি নিজের বিপরীতে প্রতিপক্ষের চরিত্রে হৃতিককেই ভাবছেন। এর আগে 'তানহাজি'-তে অজয়ের বিপরীতে 'উদয়ভান সিং রাঠোর'-এর চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন সইফ আলি খান।

 

ওই ছবিতে অভিনেতা শরদ কেলকারকে দেখা গিয়েছিল 'ছত্রপতি শিবাজী'র চরিত্রে। জানা যাচ্ছে, অজয়-হৃতিকের এই ছবিতেও একই চরিত্রে থাকতে পারেন শরদ।