সংবাদ সংস্থা মুম্বই: হৃতিক রোশনকে বলা হয় বলিউডের ‘গ্রিক গড’। মাইকেল জ্যাকসন এক সাক্ষাৎকারে তাঁর বিষয়ে জানিয়েছিলেন, তিনি হৃতিকের নাচের ভক্ত! হৃতিকের অভিনয় থেকে ব্যক্তিত্ব- গত দু’দশক ধরেই তাতে বুঁদ হয়ে রয়েছে আসমুদ্রহিমাচল ভারত। তবে এহেন হৃতিক-ই নিজেকে বাথরুমে বন্দি করে রেখেছিলেন প্রায় দু'ঘন্টা ধরে। তা-ও সামান্য একটি কারণে। যা শুনে মনখারাপ হবে আপনারও। 

 

ছোট থেকেই কথা জড়িয়ে যেত হৃতিকের। সহজভাবে বললে, তোতলামোর সমস্যায় ভুগতেন হৃতিক। নিজের চেষ্টায় তিনি তা কাটিয়ে উঠেছেন। কিন্তু সেই সমস্যা হৃতিককে কতটা ভুগিয়েছে, সেরকম অজানা ঘটনার একটি হদিস দিলেন হৃতিকের বাবা তথা পরিচালক-প্রযোজক রাকেশ রোশন। এক সাক্ষাৎকারে রাকেশ বললেন, “হৃতিককে দেখে আমার খুব কষ্ট হত।  পড়াশোনায় খুব ভাল ছিল, তার উপর ও বরাবরই ভদ্র। আর খুব বুদ্ধিমান। কিন্তু এই তোতলামোর সমস্যার জন্য ও নিজেকে আটকে রাখতে ঘরে। আমার স্পষ্ট মনে আছে, হৃতিক একবার দুবাইয়ে ছিল। সেখানে এক অনুষ্ঠানে হলভর্তি দর্শকের সামনে ওকে বলতে হত – ‘ধন্যবাদ, দুবাই।’ কিন্তু সেটুকু বলতে ওর ভারী সমস্যা হচ্ছিল। ঠিক করে ওই বাকি বলতে পারছিল না। তার জপ্ন্য নিজেকে ও দু'ঘন্টা ধরে বাথরুমে বন্ধ রেখেছিল। বারবার আউড়ে যাচ্ছিল ওই বাক্যটুকু, যাতে ও দর্শকের সামনে ঠিকঠাক বলতে পারে।”

রাকেশ আরও বলেন, “তোতলামোর সমস্যা কাটিয়ে ওঠার  জন্য প্রতিদিন সকালে উঠে হৃতিক এক ঘন্টা সংবাদপত্র পড়ত জোরে জোরে। ইংরেজি, হিন্দি, উর্দু ভাষার। এভবেই খুব খেতে নিজের সেই সমস্যা কাটিয়ে উঠিয়েছিল ও। গত ১২-১৪ বছর ধরে হৃতিক আর এই সমস্যার সম্মুখীন হয়নি।”

 

প্রসঙ্গত, ২০০০ সালে রাকেশ রোশনের পরিচালনায় রোম্যান্টিক-থ্রিলার 'কহো না প্যায়ার হ্যায়'তে  হৃতিকের বিপরীতে দেখা গিয়েছিল আমিশা পটেলকে। এই ছবির মাধ্যমে বলিপাড়ায় যাত্রা শুরু করেছিলেন আমিশা। হৃতিক-আমিশার পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অনুপম খের, সতীশ শাহ, দলীপ তাহিল, আশিষ বিদ্যার্থী, ফরিদা জালাল-এর মতো অভিনেতা, অভিনেত্রীরা।