সংবাদ সংস্থা মুম্বই: এই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’। আর মাত্র ছ’সপ্তাহ পরেই মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মস-এর এই স্পাই থ্রিলার। তবে ছবির প্রচার শুরু হতে চললেও হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর একসঙ্গে একবারও প্রচারে আসছেন না! হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন—এক ফ্রেমে তাঁদের দেখতে পাবেন শুধু বড়পর্দায়।

 

যশ রাজ ফিল্মস সংস্থা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হৃতিক-জুনিয়র এনটিআর-এর দুরন্ত সংঘর্ষটাই হল 'ওয়ার ২'-এর ইউএসপি। তাই ছবি মুক্তির আগে কোনওভাবেই দর্শক যেন হৃতিক ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে না দেখেন—এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে ছবির প্রচার । নিজেদের ছবি নিয়ে বরাবরই যশ রাজ ফিল্মস-এর প্রচার কৌশল একটু অন্যরকম। তাদের স্পাই ইউনিভার্স আগেও এমন একাধিক চমকপ্রদ পদক্ষেপ করেছে, যেমন—‘পাঠান’ মুক্তির আগে কোনও সংবাদমাধ্যমে একটিও সাক্ষাৎকার না দেওয়া, তবুও সেই ছবি বক্স অফিসে ইতিহাস গড়ে। সেই সূত্রের আরও দাবি – ‘ওয়ার ২’তে হৃতিক- জুনিয়র এনটিআরের এই সংঘর্ষ রক্তাক্ত, ধ্বংসাত্মক এবং একেবারে অ্যাকশন-প্যাকড হবে। দর্শক প্রথমে পর্দায় এই শত্রুতা দেখুন, তারপর ক্যামেরার পেছনে তাঁদের বন্ধুত্বের রসায়ন উপভোগ করুন—এটাই যশ রাজ ফিল্মস-এর মূল উদ্দেশ্য।

 

২০১৯-এর ব্লকবাস্টার ‘ওয়ার’-এর পরের পর্ব এটি। আর এই ছবির সুবাদেই এবার একেবারে স্পাই ইউনিভার্সে পা রাখলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। সঙ্গে তো রয়েইছেন হৃতিক রোশন। এবং কিয়ারা আদবানি। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন মুখার্জি।

 

বড়পর্দায় ওয়ার ২ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন।