সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
আদিত্যকে কীভাবে ভুললেন অনন্যা?
অভিনেত্রী অনন্যা পাণ্ডে কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি হয়। নেটিজেনদের চর্চার শিখরে থাকেন তিনি। বেশকিছু দিন আগে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। এরপর জড়িয়েছেন নতুন সম্পর্কেও। কিন্তু প্রাক্তনকে কীভাবে এত সহজে ভুললেন অভিনেত্রী? এই বিষয়ে মুম্বই সংবাদমাধ্যমকে অনন্যা জানান, বিচ্ছেদের পর প্রাক্তনের ছবি পুড়িয়ে দেন। এই কাজ নাকি তাঁকে প্রশান্তি এনে দেয়।
কে হবেন 'ধুম ৪'-এর পরিচালক?
'ধুম ৪'-এর নয়া চমক হয়ে আসছেন অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে এই খবর। প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে নাকি বেশকিছু দিন ধরেই ছবি প্রসঙ্গে আলোচনা চলছে তাঁর। ছবির চিত্রনাট্য শুনে নিজেই অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেন রণবীর। এবার এল আরও বড় খবর। এই ছবির পরিচালকের আসনে থাকবেন অয়ন মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর সঙ্গে আলোচনা পর্ব সেরেছেন নির্মাতারা, খবর এমনটাই।
প্রতিদিন রাতে কেন কাঁদেন তৃপ্তি?
বলি অভিনেত্রী তৃপ্তি দিমরি এখন 'জাতীয় ক্রাশ'-এর তকমা পেলেও অভিনয় জীবনের শুরুটা সহজ ছিল না তাঁর। বহু চড়াই-উতরাইয়ের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "আত্মবিশ্বাসের অভাব ছিল আমার মধ্যে। তাই লায়লা-মজনুর শুটিংয়ের সময় খুব জড়সড় হয়ে থাকতাম। প্রতিদিন রাতে বাড়ি ফিরে চোখের জল ফেলতাম। পরে সব ঠিক হয়েছে যদিও। তবুও ওই দিনগুলোর কথা ভুলতে পারি না।"
