সংবাদ সংস্থা মুম্বই: গত সপ্তাহে একটি বিলাসবহুল রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ কিনে সকলকে চমকে দিয়েছিলেন বিবেক ওবেরয়। বিবেক যে রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ গাড়িটি কিনেছেন তার আনুমানিক দাম ১২.২৫ কোটি টাকা। এমন তো নয়, বলিপাড়ায় বিবেক-ই প্রথম যে এমন বহুমূল্য গাড়ি কিনেছেন। তাহলে কেন অবাক হয়েছিলেন অনেকে? আসলে, যাঁরা কিনেছেন তাঁরা বিবেকের তুলনায় অনেক বড় তারকা। আসলে, বিবেক তো বহু বছর ধরেই প্রথম সারির তারকা তো নন। পাশাপাশি অভিনেতা হিসাবেও বাজারে তাঁর দর প্রায় তলানিতে বললেই চলে। তা সত্বেও এত মোটা টাকা তিনি খরচ করলেন কীভাবে তাও আবার স্রেফ একটি গাড়ির পিছনে?
আসলে, অনেকেই জানেন না প্রায় নিঃশব্দে গত দুই দশকেরও বেশি সময় ধরে তিলে তিলে এক ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। একটি প্রতিবেদন অনুযায়ী, বিবেকের মোট সম্পত্তির পরিমাণ এখন প্রায় ১২০০ কোটি টাকা! যেখানে রণবীর কাপুরের সম্পত্তির আনুমানিক পরিমাণ ৩৫০ কোটি টাকা, অল্লু অর্জুনের ৩৪০ কোটি টাকা এবং প্রবাসের সম্পত্তির পরিমাণের অঙ্কটা ঘোরাফেরা করছে ২৫০কোটি টাকার আশেপাশে।
সলমন খানের সঙ্গে সেই কুখ্যাত ঝামেলা হওয়ার পর একটু একটু করে বলিউডে কোণঠাসা হয়ে পড়েন বিবেক। ধীরে ধীরে প্রায় হারিয়েই যান তিনি। তবে বলিপাড়া থেকে সরে এলেও অভিনয় করা কিন্তু থামাননি তিনি। একপ্রকার তল্পিতল্পা গুটিয়ে চলে যান দক্ষিণে। সেখানে পরপর ছবিতে অভিনয় করতে থাকেন। ওটিটি সিরিজগুলোতেও মুখ দেখতে শুরু করেন তিনি। পাশাপাশি কেরিয়ারের শুরু থেকেই একাধিক ব্যবসায় অর্থ বিনিয়োগ করা শুরু করেছিলেন 'সাঁথিয়া' ছবির এই নায়ক। বিবেকের দু'টি সংস্থা রয়েছে। আবাসন শিল্পে তাঁর সংস্থার নাম কোর্মা ইনফ্রাস্টার্কচার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার নাম মেগা এন্টারটেইনমেন্ট। বহু স্টার্ট-আপেও টাকা লগ্নি করেছেন তিনি। একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়েরও অন্যতম সহ-প্রতিষ্ঠাতা তিনি! সবমিলিয়ে তাই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ফুলেফেঁপে উঠবে, এতে আর আশ্চর্য কি!
