বিশ্বখ্যাত হলিউড তারকা ডোয়েন ‘দ্য রক’ জনসন ভক্তদের জন্য দিলেন এক দারুণ খবর। আগামী নভেম্বরেই শুরু হতে চলেছে ‘জুমানজি ৩’-এর শুটিং। সম্প্রতি, এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নিজেই এই ঘোষণা সারলেন তিনি! শুধু তাই নয়, সঙ্গে এও জানালেন—কীভাবে বড় বাজেটের ব্লকবাস্টার আর চ্যালেঞ্জিং রূপান্তরমূলক চরিত্রে অভিনয়—এই দুই দিকের ভারসাম্য রাখার চেষ্টা করছেন তিনি।
ডোয়েনের কথায়—“যে ধরনের ছবিগুলো আগে বানিয়েছি, সেগুলো আমি ভীষণ ভালোবাসি। আবারও সেই পথে ফিরব।” অর্থাৎ, স্পষ্ট যে ‘জুমানজি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এবার পর্দায় ফের হুল্লোড়ে মেজাদ নিয়ে ফিরতে চলেছে।
২০১৭-র ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আর ২০১৯-র ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ বক্স অফিসে করেছিল দারুণ ঝড়। অ্যাডভেঞ্চার ভরা গল্প আর ডোয়েন জনসন-কেভিন হার্টের অনবদ্য কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছিল। ফলে নতুন ছবিতেও এই জুটি ফেরার সম্ভাবনা প্রবল।
শুধু অ্যাকশন নয়, অভিনয়েও নতুন মোড় 'দ্য রক'-এর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডোয়েন আরও জানিয়েছেন, ‘জুমানজি ৩’ হবে তাঁর পরবর্তী বড় স্টুডিও প্রজেক্ট। পাশাপাশি, তিনি নিজের অভিনয়-জীবনে নতুন কিছু চেষ্টা করতে চাইছেন। সেই সূত্রেই আসছে ‘লিজার্ড মিউজিক’—যেটি পরিচালনা করবেন বেনি সাফদি।
ড্যানিয়েল পিঙ্কওয়াটারের লেখা উপন্যাস অবলম্বনে এই ছবিতে থাকছে এক অদ্ভুত চরিত্র—চিকেন ম্যান। নামেই যেমন অদ্ভুত, চরিত্রটিও ঠিক তেমনই! বয়স্ক এই মানুষের সবচেয়ে কাছের সঙ্গী একটি মুরগি। আর এই চরিত্রেই এবার অভিনয় করবেন 'দ্য রক'!
জনসন জানিয়েছেন, এই চরিত্রের জন্য শরীরী পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবির জন্য ৩০ পাউন্ড মাংসপেশি বাড়িয়েছিলেন তিনি। আর এবার সেই পেশি ঝরিয়ে ফেলতে হবে। নিজের কথায—“আমার সামনে এখনও অনেকটা পথ বাকি। চরিত্রটা বড়সড় লাইফস্টাইল চেঞ্জ দাবি করছে।”
সাফদির পিচ শুনেই ডোয়েন নাকি বলে ফেলেছিলেন—“আমি-ই তোমার চিকেন ম্যান।”

কেরিয়ার নিয়ে খোলাখুলি ডোয়েনের স্বীকারোক্তি—“কয়েক বছর আমি নিজেই নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছিলাম। একই ধরনের চরিত্র পর্দায় ফোটাতে আটকে ছিলাম।”
তাঁর মতে, ‘দ্য স্ম্যাশিং মেশিন’ আর ‘লিজার্ড মিউজিক’ তাঁকে দিচ্ছে সেই সুযোগ—অ্যাকশন হিরো ইমেজ ভেঙে নতুন কিছু দেখানোর।
সব মিলিয়ে, নভেম্বরে ‘জুমানজি ৩’-এর ক্যামেরা চালু হওয়ার খবরে উচ্ছ্বাসে ভাসছে ভক্তমহল। ফের একসঙ্গে ডোয়েন জনসন ও কেভিন হার্ট—এটাই দর্শকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ। আর বক্স অফিসে আগের দুই কিস্তির সাফল্য দেখেই বোঝা যাচ্ছে, নতুন ছবিও তৈরি করতে চলেছে আরেকটি দারুণ রেকর্ড।
