টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে ২০২১ সালে একটি ছবি ঘোষণা করেন ফারহান আখতার। নাম ‘জি লে জরা’। গত কয়েক বছরে শোনা গিয়েছিল যে, সময়সূচির সমস্যার কারণে ছবিটির শুট শুরু হচ্ছে না। চার বছর ধরে কোনও রকম আপডেট না থাকায় অনেকেই ধারণা করেছিলেন যে ছবিটি হয়তো স্থগিত হয়ে গেছে। তবে এবার ফারহান আখতার নিজেই স্পষ্ট করে জানিয়েছেন যে, ‘জি লে জরা ‘ একেবারেই স্থগিত হয়নি। পরিচালক বলেন, ছবির কাস্ট নিয়ে যদিও এখন তিনি নিশ্চিত নন এবং এই বিষয়ে আর কিছু বলতে পারবেন না, তবে ছবিটি অবশ্যই তৈরি হবে। তিনি আরও জানান, ছবির জন্য ইতিমধ্যেই যথেষ্ট কাজ হয়ে এগিয়েছে। যেমন লোকেশন অনুসন্ধান এবং সঙ্গীত রচনা।
ফারহানকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, আলিয়া, প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনাকে নিয়ে ‘জি লে জরা’ ছবি কি তবে আপাতত স্থগিত? জবাবে তিনি বলেন, “আমি একে স্থগিত বলতে চাই না। আমি শুধু বলব আপাতত এটি পিছনো হয়েছে। এই সিনেমা অবশ্যই হবে, তবে কবে হবে সেটা আমি জানি না। কিন্তু স্ক্রিপ্টটা এতটাই অসাধারণ যে একে ফেলে দেওয়া সম্ভব নয়।”
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সম্প্রতি তাঁর দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে এই নবদম্পতি রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’তে অংশ নিচ্ছেন। সম্প্রতি সম্প্রচারিত একটি বিশেষ পর্বে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতিযোগীদের শাশুড়িদের।
এই এপিসোডে হিনার শাশুড়ি তাঁর পুত্রবধূ সম্পর্কে খোলামেলা মন্তব্য করেন। তিনি জানান, হিনা বাড়িতে একেবারেই রান্না করেন না এবং বাস্তব জীবনে তাঁর স্বভাব মোটেও টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’এ দেখা সেই ‘সংস্কারী’ চরিত্রের মতো নয়। অর্থাৎ, পর্দায় তিনি যতটা আদর্শ, ঐতিহ্যবাহী গৃহবধূ হিসাবে ধরা দেন, বাস্তবে তিনি অনেকটাই আলাদা এবং নিজের মতো করে জীবনযাপন করতে ভালবাসেন।
রবিবার মুম্বইয়ে আয়োজিত জিএসবি গণপতি উৎসবে গণেশদর্শনে উপস্থিত হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁর সঙ্গে ছিলেন কন্যা আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাই। ভেন্যু থেকে ঐশ্বর্যা ও আরাধ্যার একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ঐশ্বর্যা পরেছিলেন সাদা রঙের সালোয়ার স্যুট। সঙ্গে ছোট্ট টিপ এবং লাল লিপস্টিক। অন্য দিকে, আরাধ্যা নজর কেড়েছে হলুদ-সর্ষে রঙের স্যুটে।
ঐশ্বর্যা রাই বচ্চনকে শেষবার দেখা গিয়েছিল মণি রত্নমের মহাকাব্যিক অ্যাকশন ড্রামা ‘পোন্নিয়িন সেলভান ২’-এ। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বিক্রম, রবি মোহন (শিরোনাম চরিত্রে), কার্থি, তৃষা কৃষ্ণন, জয়ারাম, প্রভু, আর শরৎকুমার, শোভিতা ধুলিপালা, ঐশ্বর্যা লক্ষ্মী, বিক্রম প্রভু, প্রকাশ রাজ, রহমান, আর.পার্থিবন-সহ আরও অনেক বিশিষ্ট শিল্পী।
