সংবাদসংস্থা মুম্বই: বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান সম্প্রতি এক আবেগঘন ভিডিওতে বলিউড ইন্ডাস্ট্রির রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটিতে কান্নায় ভেঙে পড়া বাবিল-কে দেখা গেছে, যিনি স্পষ্টভাবে বলছেন, “বলিউড একেবারে নষ্ট হয়ে গেছে। বলিউড এতটাই রূঢ়, এতটাই ভণ্ড!”

 


এদিকে ভিডিও দেখে অনুরাগীদের অনেকেই উদ্বিগ্ন ছিলেন বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে। তবে রবিবার সারাটা দিন টানাপোড়েনের পর অবশেষে আবারও ইনস্টাগ্রামে ফিরে এসেছেন বাবিল। তবে ইনস্টাগ্রামে আবারও ফিরে এসেই তাঁকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে স্পষ্ট করে কথা বলেছেন বাবিল খান। জানিয়েছেন তাঁর ভিডিওটির ‘অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে’।

 


এই ঘটনার প্রতিক্রিয়ায় অভিনেতা হর্ষবর্ধন রানে ইনস্টাগ্রাম স্টোরিতে বাবিলের উদ্দেশ্যে একটি বার্তা দেন। তিনি লেখেন, "প্রিয় বাবিল খান, তোমার অভিনয়ের প্রতিভা ঈশ্বরপ্রদত্ত। আমরা চাই তুমি এই উত্তরাধিকার বহন করে নিয়ে যাও। নিজের কাজে সর্বোচ্চ দাও, কিন্তু ইভেন্ট ও আফটার পার্টি থেকে যতটা পারবে দূরে থাকবে। যাতে বিরক্তিকর মানুষের সংস্পর্শ এড়ানো যায়।"

 


তিনি আরও বলেন, "আমার ফিল্মি ব্যাকগ্রাউন্ড নয়। কিন্তু ঠেকে শিখেছি, যদি তুমি নিজেকে সম্মান দাও, অন্যরাও তোমাকে সম্মান দেবে। নিজের অবস্থানে দৃঢ় থাকো। আর দয়া করে মদ ও নেশাদ্রব্য থেকে দূরে থাকো, কারণ দৃঢ় থাকতে শক্তির প্রয়োজন।"