ছবিতে থাকা খুদে কিন্তু বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী। একের পর এক সিনেমা, সিরিজে দাপিয়ে কাজ করে চলেছেন। দেখুন তো চিনতে পারছেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকারের পাশে বসে থাকা মেয়েটিকে? আচ্ছা, একটু হিন্ট দেওয়া যাক। মেয়েটির সঙ্গে কিন্তু জাদু সম্রাটের কোনও রক্তের সম্পর্ক নেই। জুনিয়র পিসি  সরকারের তিন মেয়ের একজনও নয় এই একরত্তি। সদ্যই একটি ভৌতিক ছবিতে কাজ করেছেন। কী পারলেন? জাদু সম্রাট জুনিয়র পিসি সরকারের পাশের ছোট্ট মেয়েটি হলেন অমৃতা চট্টোপাধ্যায়। 

সম্প্রতি অমৃতা চট্টোপাধ্যায় নিজেই দু'টো ছবি পোস্ট করেন তখন এবং এখন বলে। একটি ছবিতে ছোটবেলায় তাঁকে পিসি সরকারের পাশে বসে 'গিলি গিলি গে'র ভঙ্গিমা করতে দেখা যাচ্ছে। পিছনে রয়েছে জাদুকর পিসি সরকারের একটি বিরাট পোস্টার। আরেকটি ছবি বর্তমান সময়ের। বলা ভাল, জাদু সম্রাটের মেজ মেয়ে মৌবনী সরকারের বিয়েতে তোলা। সেখানেও তাঁদের একই পোজে ছবি তুলতে দেখা যাচ্ছে।

এই ছবিগুলো পোস্ট করে অমৃতা চট্টোপাধ্যায় এদিন লেখেন, 'তখন আর এখন। উনিই বললেন সেই পোজটার কথা মনে আছে? চলো সেটাকে রিক্রিয়েট করি। ওঁর মেয়ের বিয়ের দিন তোলা। আপনি কি জানেন, এই মানুষটাই একটি ম্যাজিক! মৌবনীদির বিয়েতে পিসি সরকার ওরফে জহর জেঠুর সঙ্গে।' 

প্রসঙ্গত, সদ্যই ৩০ নভেম্বর সাতপাকে বাঁধা পড়লেন পিসি সরকারের মেজ মেয়ে মৌবনী। তাঁর বিয়েতে রীতিমত চাঁদের হাট বসেছিল। দেবশ্রী রায় থেকে শুরু করে, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রমুখ এসেছিলেন। 
অন্যদিকে অমৃতা চট্টোপাধ্যায় সিরিজ হোক বা বড়পর্দা চুটিয়ে কাজ করছেন।  ভূতপূর্ব ছবিতে কিছুদিন আগেই দেখা গিয়েছিল। এছাড়া তিনি অন্য বসন্ত, লোডশেডিং, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। 

এদিন অমৃতা চট্টোপাধ্যায়ের এই পোস্টে মন্তব্য করেন নতুন কনে মৌবনী সরকার। তিনি লেখেন, 'খুব সুন্দর ছবি অমৃতা। এরপর তোমার বিয়েতে আসব।' উত্তরে অমৃতা জানান তাঁর আগে তাঁর আরও দিদিরা আছে। তবে জাদু সম্রাট কন্যা জানিয়ে দেন, অভিনেত্রী যেন মনের মানুষ খুঁজতে থাকেন। পেয়ে গেলে যেন মোটেই অপেক্ষা না করেন।