'গৃহেপ্রবেশ' ধারাবাহিকে নতুন চমক আসছে! গল্পে এবার একেবারেই অন্যরকম টুইস্ট আসতে চলেছে বলেই ইঙ্গিত মিলল।  শুভলক্ষ্মী এবং আদৃতের জীবনে সুসময় এসেও সেটা ঝড়ে বদলে যাবে? এই ধারাবাহিকের নতুন প্রোমো তেমনই ইঙ্গিত দিল। 

'গৃহপ্রবেশ' ধারাবাহিকের যে প্রোমো এদিন প্রকাশ্যে এল সেখানে দেখা যাচ্ছে আদৃত হাসপাতালে রয়েছে। ডাক্তারকে দেখেই সেই এগিয়ে যায়। জানতে চায় শুভলক্ষ্মী কেমন আছে? অপারেশন সফল হয়েছে কিনা। সব ঠিক আছে কিনা। উদ্বেগ তার চোখে মুখে ধরা পড়ে। তার অবস্থা দেখে ডাক্তার জানান আদৃত এবং শুভলক্ষ্মীর মেয়ে হয়েছে। সে একদম সুস্থ আছে। এই কথা শুনে আদৃত এবং তার পরিবার স্বস্তির নিশ্বাস ফেলে, আনন্দে লাফিয়ে ওঠে। এই সুসংবাদের জন্যই তারা অপেক্ষা করে ছিল। 

কিন্তু আদৃতদের মুখের এই হাসি স্থায়ী হল না। সুখ দীর্ঘস্থায়ী হল না। শুভ যখন মেয়ের কথা শোনার পর স্ত্রীর কথা চায় চিকিৎসক জানান অপারেশন চলাকালীন রীতিমত যমে মানুষে টানাটানি চলেছে। তারা অনেক চেষ্টা করেছেন শুভকে বাঁচানোর। তাহলে কি শেষ পর্যন্ত মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যাবে নায়িকা? কোন ঝড় উঠবে আদৃতের জীবনে? 

'গৃহপ্রবেশ' -ধারাবাহিকের গল্পে যে নতুন চমক আসতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে শেষ পর্যন্ত নায়িকার কী হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা। 

প্রসঙ্গত 'গৃহপ্রবেশ' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত ১০টা থেকে সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় দেখা যাচ্ছে উষসী রায়কে। তাঁর বিপরীতে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়। তাঁদের জুটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। তবে টিআরপি তালিকায় তাঁদের এই মেগা সেরা ১০ এ জায়গা অর্জন করতে পারছে না।