দিন কয়েক আগেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে উত্তাল ছিল বলিউড। তার মাঝেই গোবিন্দা এবারের করওয়া চৌথ তাঁর স্ত্রী সুনীতা আহুজার জন্য করে তুললেন আরও বিশেষ। অভিনেতা তাঁর স্ত্রীকে উপহার দিয়েছেন এক বিশাল, বহুস্তরবিশিষ্ট সোনার হার। নতুন গয়না পরে সুনীতা হাসিমুখে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। এবং লিখেছেন, ‘আমার করওয়া চৌথের গিফট এসে গিয়েছে।’ বিতর্কের মরশুমে মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই পোস্ট। অনুরাগীরা দম্পতিকে বলিউডের ‘সেরা জুটি’ বলে প্রশংসা করেছেন এবং গোবিন্দার রাজকীয় উপহারকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

সুনীতা শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দু’টি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি গলায় নতুন সোনার হার পরে হাসি মুখে পোজ দিচ্ছেন। স্বামীর কাছ থেকে বিশেষ উপহার পেয়ে যে তিনি যারপরনাই খুশি, তা আর বলে দিতে হয় না।

সুনীতার পোস্টে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এক জন লেখেন, ‘সোনা পরেছেন সোনা’। অন্য একজনের মন্তব্য, ‘আপনারাই সেরা জুটি’। কেউ আবার জিজ্ঞেস করেছেন, ‘এটা কি আসল সোনা?’ এক নেটিজেন প্রশংসা করে লেখেন, ‘আপনাকে অসাধারণ লাগছেন, ম্যাম।'

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ssunita (@officialsunitaahuja)