২০২৪ সালে বলিউড মেগাস্টার গোবিন্দার আকস্মিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বিনোদন জগৎ। সম্প্রতি সেই ভয়াবহ রাতের ঘটনা নিয়ে মুখ খুললেন গোবিন্দার ভাগ্নি তথা জনপ্রিয় অভিনেত্রী রাগিনী খান্না। রাগিনী হলেন গোবিন্দার বোন কামিনী খান্নার মেয়ে। সেই রাতের অভিজ্ঞতা ভাগ করে তিনি জানান, তাঁর মা যখন প্রথম খবরটি পান, তখন পুরো পরিবার স্তব্ধ হয়ে গিয়েছিল।

 

মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে রাগিনী বলেন, "মা আমাকে ফোন করে জানান যে চিচি মামার (গোবিন্দা) গুলি লেগেছে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। পরে জানতে পারি, ভুলবশত নিজের রিভলভার থেকেই গুলি চলেছিল।" ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়লেও নিজেকে সামলে নিয়েছিলেন রাগিনী। তিনি জানান,খবর পাওয়ামাত্রই তাঁর মা ও ভাই হাসপাতালে ছুটে যান। রাগিনী আরও জানান, তিনি আবেগপ্রবণ হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারত। তাই নিজেকে শান্ত করে তিন ঘণ্টা পর তিনি হাসপাতালে পৌঁছন।

 

সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কীভাবে একজন অভিজ্ঞ মানুষ নিজের পায়ে নিজে গুলি চালাতে পারেন? এই বিষয়ে রাগিনী বলেন, "হাসপাতালে ২০০ জন এবং তাঁর বাড়ির বাইরে ৫০ জন পুলিশ মোতায়েন ছিল। যদি ঘটনাটি সাজানো হতো বা অন্য কেউ জড়িত থাকত, তবে পুলিশের নজর এড়ানো সম্ভব ছিল না। আমাদের পুলিশের ওপর পূর্ণ আস্থা আছে, তাঁরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেই ক্লিনচিট দিয়েছেন।"

 

অভিনেত্রী আরও যোগ করেন যে, মামার মনের জোর প্রবল। মাত্র এক মাসের মধ্যেই তিনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছিলেন, যা অলৌকিকের চেয়ে কম কিছু নয়।

 

এর আগে ঘটনার বর্ণনা দিতে গিয়ে গোবিন্দা বলেছিলেন, "আমি তখন কলকাতায় একটি শো-তে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ভোর তখন পৌনে পাঁচটা কি পাঁচটা হবে। হঠাৎই রিভলভারটি হাত থেকে নিচে পড়ে যায় এবং গুলি চলে।" তিনি আরও বলেন, "মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তীব্র একটা ঝটকা অনুভব করি এবং দেখি ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে।"

 


কেন লোড করা বন্দুক কাছে রেখেছিলেন? এই প্রশ্নের জবাবে অভিনেতা অকপটে নিজের ভুলের কথা স্বীকার করেছিলেন। গোবিন্দার কথায়, "ভোরবেলা তাড়াহুড়ো করে তৈরি হওয়ার সময় আমরা ভাবি যা করছি সব ঠিকই করছি। কিন্তু সেই তাড়াহুড়োই কাল হল। আমি একটু খেয়ালি প্রকৃতির মানুষ সবকিছু খুব সহজভাবে নিই, তাই মনে হয়েছিল লোড করা বন্দুক রাখলে কোনও সমস্যা হবে না। আমি ভাবতেই পারিনি এমন কিছু ঘটে যাবে।"  

 


 

নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে গোবিন্দা সবাইকে সাবধান করে বলেছিলেন, "প্রত্যেকেরই খুব সতর্ক থাকা উচিত। আমার সঙ্গে যা ঘটেছে তা যেন আর কারও সাথে না ঘটে। আমার এই দুর্ঘটনা থেকে মানুষ শিক্ষা নিক, এটাই চাই।"