ফের চর্চায় গোবিন্দা-সুনীতা আহুজা। গোবিন্দা ও সুনীতার দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! এমন গুঞ্জন রটেছিল বলিপাড়ার অন্দরে। তবে এই খবরকে ভুয়ো বলে দাবি করেন সুনীতা। জানান, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। কোনও তৃতীয় ব্যক্তি কিংবা অন্য কোনও কারণে কখনওই গোবিন্দাকে ছেড়ে যাবেন না তিনি। তবে এবার জানা যাচ্ছে, সত্যিটা এতদিন ধরে গোপন করেছিলেন সুনীতা। 

 

 

 

তবে এবার জানা গেল, সত্যি সত্যিই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন গোবিন্দা-সুনীতা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এমনটাই।‌ এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের মামলার কিছু বিস্তারিত তথ্য জেনেছে মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। জানা গিয়েছে, সুনীতা আহুজা ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। 

 

 

গোবিন্দা-পত্নী বিচ্ছেদের কারণ হিসেবে পরকীয়া, নিষ্ঠুরতা, পরিত্যাগকে উল্লেখ করা হয়েছে। আদালত গোবিন্দাকে সমন পাঠালেও তিনি হাজিরা দেননি। ফলে ২০২৫ সালের মে মাসে শো-কজ নোটিশ জারি করা হয়। চলতি বছরই সালের জুন মাস থেকে আদালত দম্পতির মধ্যে দূরত্ব মেটানোর চেষ্টা করছে। সুনীতা আহুজা নিয়মিত আদালতে হাজিরা দিলেও গোবিন্দাকে অনুপস্থিত। 

 

আরও পড়ুন: ঠিক কী কারণে শিয়ালদহ স্টেশনে চেঁচামেচি করছিলেন কাঞ্চনা মৈত্র? নিজের মুখে কোন সত্যি জানালেন অভিনেত্রী?

 

এদিকে, গোবিন্দা এবং সুনীতা আহুজার ডিভোর্স নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও সুনীতার টিম এই গুঞ্জন নাকচ করলেও ২০২৫-এর ফেব্রুয়ারিতে গোবিন্দার টিম নিশ্চিত করে যে সুনীতা আহুজা ৬ মাস আগে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। তবে তাঁরা একে অপরের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।

 

 

 

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি-অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। কিন্তু বেশ কিছুদিন হল তাঁরা নাকি এক ছাদের তলায় থাকেন না। এহেন আবহে বলিপাড়ায় ফিসফাস শুরু হয়েছে, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। আর এর পিছনে নাকি রয়েছে গোবিন্দার বিবাহ-বহির্ভূত সম্পর্ক।

 

 

 

তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সত্যিটা জানালেন। পুরো বিষয়টিকেই গুজব হিসেবে উড়িয়েছেন ললিত। তিনি বলেন, "এই বিষয়ে আদালতে কোনও মামলা নেই। সব নিষ্পত্তি হয়ে গিয়েছে। অযথা পুরোনো বিষয়কে তুলে আনা হচ্ছে।" গোবিন্দা-সুনীতার এক ঘনিষ্ঠ সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছে, গণেশ চতুর্থীতে সব জল্পনার অবসান হয়ে যাবে। আবার দু'জনকে নাকি এক ফ্রেমে দেখা যাবে।

 

 

 

অন্যদিকে, গোবিন্দার ম্যানেজার শশীর কথায়, "প্রতিটি দম্পতির মধ্যেই কিছু মনোমালিন্য থাকে। এগুলি সব পুরোনো কথা, যা এখন মশলা মিশিয়ে নিজেদের স্বার্থে নেটিজেনরা ব্যবহার করার চেষ্টা করছে।"

 

 

এমনকী মুখ খুলেছেন গোবিন্দার মেয়ে টিনা আহুজাও। তিনি মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "কী বলব আমি! এসবই গুজব। সমাজমাদ্যমে ছড়িয়ে পড়া এসব খবরে আমি কখনও কান দিই না।"

 

 

প্রসঙ্গত, গোবিন্দা-সুনীতার বিবাহবিচ্ছেদ নিয়ে যখন জলঘোলা চলছে নেটিজেনদের মধ্যে, তখন পাপারাজ্জিদের ক্যামেরায় মুম্বই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দাকে। ভাবলেশহীন মুখেই এয়ারপোর্টে এসেছিলেন তারকা। এমনকী, পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন, চুমুও ছোড়েন গোবিন্দা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পাপারাজ্জিদের একটি ভিডিওতে, গোবিন্দাকে সাদা পোশাকে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস। অভিনেতা ক্যামেরার জন্য হাসছিলেন, হাত নাড়ছিলেন এবং ছবি তোলার সময় চুম্বনও ছুড়ে দেন। অভিনেতাকে এমন ভাবলেশহীন দেখে অবাক নেটপাড়া।