টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বিয়ে করলেন গোপী বহু


চুপিসারে বিয়ে সারলেন জনপ্রিয় ধারাবাহিক 'সাথ নিভানা সাথিয়া'-তে গোপী বহু। এই চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত অভিনেত্রী জিয়া মানেক। ২১ অগস্ট বৃহস্পতিবার স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি দিলেন জিয়া। আর অভিনেত্রীর বিয়ের কথা শুনে আনন্দে ভাসছেন তাঁর অনুরাগীরা। ভিনেতা বরণ জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। জিয়া বিয়ের জন্যে বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সোনালি শাড়ি এবং বরণের পরণে ছিল সোনালী বর্ণের শেরওয়ানি। অভিনেত্রীর চুলে ফুলের গাজরা ছিল। ছবি দুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'ঈশ্বর এবং প্রভুর কৃপায় এবং ভালবাসার সঙ্গে জানাচ্ছি, আমরা এক চিরস্থায়ী বন্ধন শুরু করতে চলেছি। আগে আমরা দুই বন্ধু ছিলাম, আজ থেকে আমরা স্বামী-স্ত্রী। আমাদের সকল প্রিয়জনের কাছ থেকে ভালবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞ। যাঁরা এই দিনটিকে এত বিশেষ করে তুলেছেন।'


প্রয়াত জসবিন্দর ভাল্লা


প্রয়াত হলেন পঞ্জাবি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ জসবিন্দর ভাল্লা। ৯০-এর দশক থেকেই তিনি পঞ্জাবি কমেডি জগতের অন্যতম পরিচিত মুখ। সাম্প্রতিক বছরগুলিতে ‘ক্যারি অন জাট্টা’ ফ্র্যাঞ্চাইজির ‘অ্যাডভোকেট ধিলোঁ’ চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া 'জাট অ্যান্ড জুলিয়েট'-এর মতো আরও একাধিক হিট ছবি ও সিরিয়ালে কাজ করেছেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার, ২৩ আগস্ট মোহালির কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

আরও পড়ুন: 'ডগ বাইটকে লভ বাইট বলে চালায়' কুকুরপ্রেমীদের ঝাঁঝালো আক্রমণ 'রামু'র!

 

মীনা কুমারী তৃপ্তি? 


বহু আলোচনার পরে অবশেষে মীনা কুমারীর জীবনের উপর ভিত্তি করে বায়োপিকের ঘোষণা হতেই উত্তাল হয়েছে বলিউড মহল। ছবিটির স্বত্ব কিনেছেন পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা, সারেগামা ও আমরোহি পরিবার একসঙ্গে। বিশাল বাজেট ও জাঁকজমকপূর্ণ পরিকল্পনায় তৈরি হচ্ছে এই ছবি। নির্মাতাদের দাবি, বলিউড ইতিহাসে অন্যতম বড় বায়োপিক হতে চলেছে এটা। মীনা কুমারীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে কিয়ারা আদবানিকে। পরিচালক ও নির্মাতারা মনে করছেন, চরিত্রটির জন্য দরকার প্রচণ্ড আবেগ, গভীরতা আর আভিজাত্যপূর্ণ রূপ —যা কিয়ারার মধ্যে নাকি রয়েছে। ইতিমধ্যেই কিয়ারাকে ছবির চিত্রনাট্য শুনিয়েছেন নির্মাতারা, এবং তিনি তা দারুণ পছন্দও করেছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিলমোহর দেননি অভিনেত্রী। এর মধ্যেই উঠে এল তৃপ্তি দিমরির নাম। বায়োপিকে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি বায়োপিকে অভিনয় করতে চাই। মীনা কুমারীজি, মধুবালাজির বায়োপিক যদি কেউ তৈরি করেন, আমি মূখ্য চরিত্রে অভিনয় করতে চাই। তাঁরা লেজেন্ড, তাই তাঁদের চরিত্র যদি পর্দায় ফুটিয়ে তুলতে পারি, সেটা আমার কাছে বড় পাওয়া হবে।"