সংবাদ সংস্থা মুম্বই: গত সেপ্টেম্বর মাসে লন্ডনের একটি কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করেন অরিজিৎ সিং। সেখানেই এড জানিয়েছিলেন অরিজিতের গানের তিনি অনুরাগী। তাঁদের ব্রোম্যান্স ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি ভারতের একাধিক প্রদেশে নিজের মিউজিক ট্যুর করতে এসেছেন এড। এবার নিজের বন্ধু অরিজিতের সঙ্গে দেখা করার জন্য তাঁর গ্রামের বাড়ি সুদূর জিয়াগঞ্জে ছুটে এলেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপস্টার। তাঁর কানে গিয়েছিল খ্যাতির চূড়ায় থেকেও আজ-ও একেবারেই পাশের বাড়ির ছেলে অরিজিৎ। এখনও নিজের স্কুটার চেপে ঘুরে বেড়ান গোটা গ্রাম।  শুনে নিশ্চয়ই অবাক হয়েছিলেন এড, সঙ্গে এই ঘটনা নিজের চোখে দেখারও সাধ জেগেছিল তাঁর। নইলে কী আর বাংলার এই গ্রামে অরিজিতের বাড়িতে ছুটে আসেন 'পারফেক্ট' গানের স্রষ্টা? 

 

 

?ref_src=twsrc%5Etfw">February 10, 2025


সোমবার বেঙ্গালুরু থেকে এড শিরান হাজির হন কলকাতায়। তারপরই ছুটলেন অরিজিতের সঙ্গে দেখা করতে। হাজির সটান জিয়াগঞ্জের বাড়ি। তারপর চড়লেন নৌকা। লাখো-লাখো মানুষের মতো ব্রিটিশ এই পপস্টারও যে অরিজিতের ভক্ত তা দেখে বোঝা গেল এই ঘটনায়। এ দিন জিয়াগঞ্জের গঙ্গায় শিবতলা ফেরিঘাটে নৌকায় চড়েন অরিজিৎ সিং ও শিরান। শিবতলা ঘাট থেকে জিয়াগঞ্জ ঘাট পার করে সাগরদিঘি পর্যন্ত যান তিনি। আধঘন্টার মতো চলে তাঁদের নৌকাবিহার। অরিজিৎ এবং শিরানকে দেখতে গঙ্গার ধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষেরা। এরপর অরিজিতের স্কুটিতেও চেপে তাঁর গ্রাম ঘোরেন এড শিরান। গায়কের বাড়িতে এই পপ গায়ক আসতেই কার্যত হৈ চৈ পড়ে যায় এলাকায়।

 

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই মুহূর্তের ভিডিওতে দেখা যাচ্ছে  স্কুটি চালাচ্ছেন অরিজিৎ। তাঁর পিছনে বসে শিরান। গায়কের স্কুটিতে চেপে সারা জিয়াগঞ্জ ঘুরে বেড়ান এড। তবে শুধুই ঘোরা নয়, অরিজিতের প্রিয় লস্যি-ও তারিয়ে তারিয়ে গলায় ঢেলেছেন তিনি।