সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘বাদশা’ যেন কামব্যাক করলেন আরও একবার। তবে এইবার রুপালি পর্দায় নয় বরং একটি সাদা-কালো বিজ্ঞাপনে, যেখানে উদযাপন করা হয়েছে তাঁর কঠোর পরিশ্রম, কেরিয়ার এবং কিংবদন্তি হয়ে ওঠার পথ চলাকে।একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপের এই নতুন বিজ্ঞাপনে শাহরুখ খানের সঙ্গে দেখা গেল এ আর রহমান, মেরি কম, জসপ্রীত বুমরাহ-কেও। অতীত ও বর্তমান প্রজন্ম—দু’য়েরই ঝলক মিশে তৈরি হয়েছে এক একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প।

 

রাজাসনে বসে আছেন শাহরুখ, চারপাশে টিভি স্ক্রিনে চলছে তাঁরই জনপ্রিয় ছবির দৃশ্য। বিজ্ঞাপনের এক জায়গায় তাঁকে দেখা গেল নিজের শরীরচর্চায় ব্যস্ত, আরেক জায়গায় তিনি নিজেই করছেন স্টান্ট—কাচের উপর পড়ে যাচ্ছেন, মুখে রক্ত, কিন্তু তবু এতটুকুও থেমে যাচ্ছেন না শাহরুখ।মন্নতের সামনে ভক্তদের উদ্দেশ্যে চুমু ছুড়ে দিচ্ছেন কিং খান—এই আবেগঘন মুহূর্তও ধরা পড়েছে বিজ্ঞাপনে।

 

আরও পড়ুন: উপচে পড়া যৌবন, সঙ্গে দুষ্টু হাসি! নতুন লুকে চমকে দিলেন ‘সংস্কারী’ বরুণ এবং ‘তুলসী’ জাহ্নবী!

 

একটি পুরনো সাক্ষাৎকারের কয়েক পশলা দৃশ্যও রাখা হয়েছে ওই বিজ্ঞাপনে যেখানে শাহরুখকে বলতে শোনা যায়  -“তোমার মধ্যে বিশেষ কিছু না থাকলেও চলবে। তুমি যদি পরিশ্রম করো, সেখানেই তুমি বাকিদের থেকে আলাদা হয়ে যাবে!” এই  বিজ্ঞাপনের ক্যাপশনও কিন্তু দারুণ লাগসই : “ক্ষুধা তোমায় নিয়ে যেতে পারে অনেক দূরে।” 

 

ভক্তরা এই বিজ্ঞাপন দেখে এককথায় উচ্ছ্বসিত। সমাজমাধ্যমে একজন লিখেছেন, “শাহরুখ খান—পরিশ্রম আর সাফল্যের জীবন্ত উদাহরণ!”
আরেকজন লিখেছেন, “একজন ইন্ডাস্ট্রির বহিরাগত থেকে আজ বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার!” আরও অনেকে লিখেছেন, যার নির্যাস —“তিনি সত্যিই কিং...” নেটপাড়ার মতে, এটা শুধুই  এক বিজ্ঞাপন নয়—এ এক অনুপ্রেরণার ইতিহাস, যেখানে ক্ষুধা মানেই স্বপ্ন, আর স্বপ্ন মানেই শাহরুখ খান।

 

 

আরও পড়ুন: উপচে পড়া যৌবন, সঙ্গে দুষ্টু হাসি! নতুন লুকে চমকে দিলেন ‘সংস্কারী’ বরুণ এবং ‘তুলসী’ জাহ্নবী!

 

প্রসঙ্গত, ২০২৩-এ ‘পাঠান’, ‘জওয়ান’, ও ‘ডাঙ্কি’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন তিনি। এছাড়াও সলমন খানের ‘টাইগার ৩’-তেও একটি বিশেষ ক্যামিও করেন 'পাঠান-এর চরিত্রে। এরপর ফের বড়পর্দায় তাঁকে দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’-এ।  যেখানে তাঁর সঙ্গে থাকছেন  সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অভয় বর্মা এবং অভিষেক বচ্চন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zomato (@zomato)