বিস্ফোরক খুশি মুখার্জি। প্রাক্তন স্প্লিটসভিলা প্রতিযোগী এবং অভিনেত্রী, যিনি প্রায়ই তাঁর সাহসী পোশাকের জন্য সমালোচিত হন, জানিয়েছেন যে তাঁর বন্ধুরাই তাঁকে মাদক খাইয়ে তাঁর বাড়ি থেকে প্রায় ২৫ লাখ টাকার গয়না চুরি করেছে। তিন মাস আগে তিনি তাঁর গৃহপরিচারিকার বিরুদ্ধে এই একই চুরির অভিযোগ তুলেছিলেন।
রবিবার ইনস্টাগ্রামে খুশি চলতি বছরের অগাস্টের একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে উল্লেখ ছিল যে তাঁর গৃহপরিচারিকাই সেই চুরির ঘটনায় জড়িত। খুশি আরও জানান, এত কিছুর পর তাঁর মনে হচ্ছে যেন তিনি জীবনের হাল ছেড়ে দিতে চলেছেন।
ছবির সঙ্গে খুশি লিখেছেন, ‘আমি আর কী করতে পারতাম? ক্ষমা করব বা ভুলে যাব—দুটোর কোনওটাই সম্ভব নয়। যখন বন্ধুরাই শত্রু হয়ে ওঠে, ঈর্ষা তখন সাফল্যের থেকে বড় হয়ে দাঁড়ায়। আমার নিজের বন্ধুরাই আমাকে মাদক খাইয়ে আমার বাড়ি থেকে গয়না চুরি করেছে! আমি নিজের সবটা লুটিয়ে দিতে জানি, কিন্তু এখন মনে হচ্ছে জীবনটাই হারিয়ে ফেলছি। হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে।”
অগাস্টে যদি অন্য দাবি ছিল খুশির। তিনি লিখেছিলেন, ‘নিজের বাড়িতে যাকে ভরসা করতাম, সে এমন বিশ্বাসঘাতকতা করবে ভাবতেই কষ্ট হচ্ছে। গয়নার থেকেও বেশি কষ্ট দিচ্ছে নিরাপত্তা ও বিশ্বাস হারানোর অনুভূতি।’
অভিনেত্রী দাবি করেছিলেন, ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। তবে তিনি গৃহপরিচারিকার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।
খুশি মুখার্জি কে?
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র, রিয়্যালিটি শো এবং সাহসী ওয়েব সিরিজ—সব মিলিয়ে খুশি মুখার্জি বরাবরই বিতর্ক এবং আলোচনায় ছিলেন।
২৮ বছর বয়সি এই অভিনেত্রী তাঁর কেরিয়ার শুরু করেন ২০১৩ সালে তামিল ছবি ‘অঞ্জল থুরাই’ দিয়ে। পরে তিনি ‘ডোঙ্গা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’-এর মতো তেলুগু ছবিতে এবং হিন্দি ছবি ‘শৃঙ্গার’-এ অভিনয় করেন। তবে টেলিভিশন এবং রিয়্যালিটি শো-ই তাঁকে মূল জনপ্রিয়তা এনে দেয়।
তিনি এমটিভির ‘স্প্লিটসভিলা ১০’ এবং ‘লাভ স্কুল ৩’-এ অংশগ্রহণ করে পরিচিতি পান। এছাড়াও তিনি টিভি শো ‘বলবীর রিটার্নস’-এ জ্বালাপরীর ভূমিকায় এবং পৌরাণিক ধারাবাহিক ‘কহত হনুমান জয় শ্রী রাম’-এ অভিনয় করেন।
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মুনাওয়ার ফারুকি-সঞ্চালিত রিয়্যালিটি শো ‘দ্য সোসাইটি’-তে।
খুশিকে সবচেয়ে বেশি সমালোচিত হতে হয় তাঁর সাহসী পোশাক নির্বাচনের কারণে। সামাজিক মাধ্যমেও তাঁর ছবি এবং ভিডিও প্রায়ই তুমুল আলোচনার জন্ম দেয়। অনেকেই তাঁকে ‘সাহসী’ কনটেন্টের জন্য সমালোচনা করলেও খুশি বারবার বলেছেন যে, তিনি নিজের মতো করে জীবনযাপন করতে ভালবাসেন এবং অন্যের বিচার তাঁকে প্রভাবিত করে না।
