নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের 'আনন্দ কর' ফিরছে 'কিলবিল সোসাইটি' নিয়ে। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল ছবির প্রথম ঝলক। এদিকে, ছবির টিজার মুক্তি পেতে চলেছে ১৫ মার্চ। জানা যাচ্ছে, এবার 'আনন্দ কর'কে দর্শক দেখবেন একেবারে অন্য রূপে। সঙ্গে তার গল্পেও থাকবে প্রচুর ট্যুইস্ট।
এই গল্পে 'আনন্দ কর' ওরফে পরমব্রত চট্টোপাধ্যায় চুল কামিয়ে হাজির হলেন অন্য অবতারে। সে নাকি আর আগের মতো হাসি–খুশি মজার মানুষ নেই। বরং অনেক ঠান্ডা, কঠিন। যে মৃত্যুর অ্যানাটমি সবার থেকে ভাল বুঝত, এবার সেই নাকি ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে। কেন এমন পরিবর্তন হল? উত্তর মিলবে ছবিতে।
অন্যদিকে, আনন্দের সঙ্গে এ বার থাকছে 'পূর্ণা আইচ' ওরফে কৌশানী মুখোপাধ্যায়। গল্পে সে কোনও নিয়মের ধার ধারে না। সে কোনও কিছুকেই ভয় পেত না। কিন্তু ক্রমশ ভয় তাকে গ্রাস করে। পরিবর্তন হয় তার। কিন্তু ঠিক কী কারণে এইরকম হল? এই সবের উত্তর দিতে আসছে 'কিলবিল সোসাইটি'।
পরমব্রত, কৌশানী ছাড়াও এদিন সামনে এল ছবির আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের প্রথম ঝলক। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন আর অনিন্দ্য চট্টোপাধ্যায়। গল্পে তাঁরাও ধরা দিলেন একেবারে অন্যরকম অবতারে।
