নিজস্ব সংবাদদাতা: চলতি বছর পুজোর ছবি হয়ে আসছে 'টেক্কা'। ইতিমধ্যেই একে একে প্রকাশ্যে আসছে অভিনেতাদের প্রথম ঝলক। দেবকে দর্শক দেখেছেন নতুন রূপে। অভিনেত্রী রুক্মিণী মৈত্রও ধরা দিয়েছেন অচেনা লুকে। এবার সবাইকে টেক্কা দিতে প্রকাশ্যে এল স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রথম ঝলক। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই আগমন হল 'ইরা'র।

 

সাহেব, বিবি, গোলাম নিয়ে যে টালিউডের বক্স অফিসে খেলা হবে, তা বেশ বোঝা যাচ্ছে তিন 'টেক্কা'র লুক দেখে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে 'ইরা'র ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। শনিবার তারই লুক প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় নিজের এই ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকাও। সঙ্গে লিখেছেন, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক। এবার পুজোয় দেখা হচ্ছে 'টেক্কা'র সঙ্গে।"

 

 

ওই পোস্টারে দেখা যায়, তাসের কার্ডের ফ্রেমে দেখা যাচ্ছে স্বস্তিকাকে। ছোট চুলে, হাতে খেলনা, পরনে সালোয়ার। ছবিতে স্বস্তিকার চরিত্রের ঝাঁজ বোঝাতে ক্যাপশনে লেখা হয়, 'রানি যখন খেল দেখায় তখন সকলের খেলা বন্ধ হয়ে যায়।'

 

এর আগে ছবিতে দেবের লুকে দেখা যায়, হাতে বন্দুক, কাঁধে একটি ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছেন নায়ক। আর রুক্মিণীকে বব কাট চুলে হাতে বন্দুক আর সানগ্লাসে দেখা গিয়েছিল। 

 

 

অভিনেতাদের ঝলক দেখে এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরাও। আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'টেক্কা'।