আজকাল ওয়েব ডেস্ক: হ্যাঁ, হ্যারি পটার আবার ফিরেছে! খুলে যাবে ফের হগওয়ার্টসের দরজা। কিংক্রস স্টেশন থেকে কালো ধোয়াঁর গোল্লা ছেড়ে,ঝমঝম করে  ছাড়বে হগওয়ার্টস এক্সপ্রেস! বহু প্রতীক্ষিত হ্যারি পটার রিবুট সিরিজ অবশেষে ঢুকেছে প্রোডাকশন পর্বে, আর এইচবিও ম্যাক্স শেয়ার করেছে সেট থেকে প্রথম ঝলক—যেখানে নতুন 'হ্যারি পটার'-কে দেখা গেল হগওয়ার্টসের পোশাকে, চেনা গোল ফ্রেমের চশমায়!

 

 

সমাজমাধ্যমে পোস্ট করা সেই ছবিতে দেখা গেল নবাগত অভিনেতা ডমিনিক ম্যাকলাফলিন-কে হ্যারি পটারের পোশাকে। পাশে ক্ল্যাপবোর্ড—অর্থাৎ শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়, এক নতুন যাদু-কাহিনি। ছবির ক্যাপশনে লেখা হয়েছে—“প্রথম বর্ষের দিকে পা বাড়ানো গেল।. দ্য এইচবিও অরিজিন্যাল হ্যারি পটার সিরিজের শুটিং শুরু হল।”

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by HBO Max (@hbomax)