সংবাদ সংস্থা মুম্বই: সহজভাবে, নিমেষেই খবরের শিরোনামে জায়গা করে নিতে ওস্তাদ ফারহান আখতার। সোমবার নিজের আগামী ছবি '১২০ বাহাদুর' ছবির একটি ঝাঁ-চকচকে নতুন পোস্টার প্রকাশ করলেন তিনি। পাশাপাশি ছবিতে নিজের লুকও ফাঁস করেছেন তিনি। '১২০ বাহাদুর' ছবির নেপথ্যে রয়েছে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। ১৯৬২ সালে রেজাংলা উপত্যকার যুদ্ধ এই ছবির প্রেক্ষাপট। কীভাবে ৩০০০ চীনা সৈন্যকে এই রেজাংলা উপত্যকায় বীরবিক্রমে রুখে দিতে পেরেছিল মাত্র ১২০জন ভারতীয় জওয়ান, সেই বীরগাথা পর্দায় বলবে এই ছবি। মেজর শয়তান সিংহ ভাটি-র ভূমিকায় রয়েছেন ফারহান।
পোস্টারে পুরোদস্তুর এক ভারতীয় জওয়ানের লুকে দেখা যাচ্ছে ফারহানকে। ছোট করে ছাঁটা চুল, ক্ষতবিক্ষত, রক্তাক্ত মুখ। চোখ থেকে ফেটে বেরোচ্ছে তীব্র রাগ। পিছু না হঠে যুদ্ধক্ষেত্রে শত্রুদের উদ্দেশে গুলিবর্ষণ করে চলেছেন ফারহান।
গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে এই ছবির ঘোষণা করেছিলেন ফারহান। ঘোষণার সঙ্গে একটি মোশন পোস্টারও শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্টারে দেখা যাচ্ছে, হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চলের একটি পর্বতচূড়ায় ভারতীয় সেনার যুদ্ধপোশাকে সশস্ত্র অবস্থায় একা দাঁড়িয়ে রয়েছেন ফারহান। চারপাশে যুদ্ধের আবহ। সুদূরে বরফের উপর আছড়ে পড়ছে বোমা। আরও জানিয়েছিলেন, ‘১২০ বাহাদুর’ ছবিতে 'মেজর শয়তান সিংহ ভাটি'র চরিত্রে দেখা যাবে তাঁকে।
সেই পোস্টারের সঙ্গে ক্যাপশনে ফারহান লিখেছিলেন, "তাঁরা যা অর্জন করেছিলেন, এককথায় কোনওদিন তা ভুলে যাওয়া অসম্ভব। মেজর শয়তান সিংহ ভাটি এবং ত্রয়োদশ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির বীরগাথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত।’’
অভিনেতা হিসাবে মাঝখানে দীর্ঘ বিরতি নিয়েছিলেন ফারহান আখতার। ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। ‘১২০ বাহাদুর’ ছবির মাধ্যমে ফের পর্দায় ফিরছেন ফারহান। ছবিটি পরিচালনা করছেন ‘ধকড়’ খ্যাত পরিচালক রজনীশ ঘাই। বুধবার লাদাখে ছবির শুটিং শুরু হয়েছে।
