কখনও তিনি কোরিওগ্রাফার, তো কখনও তিনি পরিচালক। তাঁর মুকুটে রয়েছে রিয়েলিটি শোয়ের বিচারক হওয়ার পালকও। তবে বর্তমানে তাঁর পরিচিতি, জনপ্রিয় ইউটিউবার। হ্যাঁ, তিনি ফারাহ খান। দুই দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন বলিউডে। সম্প্রতি কাজল এবং টুইঙ্কেল খান্নার শো, 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল'-এ এসে তিনি ফাঁস করলেন এক অজানা কথা। জানালেন হঠাৎ কেন তিনি ইউটিউব চ্যানেল খুললেন, কীভাবেই বা সেই সফর শুরু হয়। কথা বললেন তাঁর কেরিয়ার, ভাল থাকা নিয়েও। 

হঠাৎ ইউটিউব কেন? এই বিষয়ে তিনি এই টক শোতে জানান, তাঁর হাতে সেই অর্থে কোনও ছবির কাজ ছিল না। তাই এক প্রকার টিকে থাকার লড়াইয়ের জন্যই তিনি ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবেন। এই বিষয়ে তিনি জানান, 'যখন আমার কোনও ছবি চলছে না, আমি কোনও পরিচালনা করছিলাম না, তখনই আমি নিজেই নিজেকে বলি যে, চলো ইউটিউব চ্যানেল খোলা যাক। তাছাড়া আমার তিন সন্তান, ওরা সকলেই আগামী বছর বিশ্ববিদ্যালয় যাবে। আর সেই খরচটাও বিপুল!' এরপর তাঁর আরও সংযোজন, 'তাই বদলের জন্যই আমি ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবি, আর বিষয়টা ক্লিক করে যায়। এভাবেই শুরু আর কী!'

প্রসঙ্গত, ফারাহ খানের ৩ সন্তান। আইভিএফ পদ্ধতির মাধ্যমে ফারাহ ২০০৮ সালে মা হন। তাঁর এবং শিরীষ কুন্দের সংসারে আসে তাঁদের ৩ সন্তান, দিব্যা, অন্যা এবং সিজার। বর্তমানে তাঁদের সকলেরই বয়স ১৭ বছর। 

এদিন কেবল ইউটিউব সফর নয়, ফারাহ খান কথা বলেন তাঁর কেরিয়ার নিয়েও। জানান তিনি ৮০ বছর বয়স পর্যন্ত কাজ করে যেতে চান, বিশেষ করে যেহেতু তাঁর পেশার সঙ্গে তাঁকে কেমন দেখতে লাগছে সেটার কোনও যোগ নেই। পরিচালকের কথায়, 'আপনার জীবন অন্য কোনও ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে না। আমি মনে করি, খুশি, ভাল থাকাটা ভিতর থেকে আসা উচিত। কাজ আমায় খুশি দেয়, ভাল রাখে। আর তাছাড়া আমি মনে করি আমি ৮০ বছর পর্যন্ত কাজ করতে পারব।' মজা করে তিনি বলেন, 'কারণ আমার পেশায় আমায় কেমন দেখতে লাগছে সেটা জরুরি নয়। বিশেষ করে আমার চেহারা কেমন সেটা জরুরি নয়।' 

প্রসঙ্গত, পরিচালক হিসেবে ফারাহ খানের শেষ কাজ 'হ্যাপি নিউ ইয়ার'। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, প্রমুখ। চলতি বছরের 'সেলিব্রিটি মাস্টারশেফ'-এর সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি। তবে বর্তমানে তিনি এবং তাঁর রাঁধুনি দিলীপ দারুণ জনপ্রিয় হয়েছেন ইউটিউবের হাত ধরে। লক্ষ লক্ষ মানুষ তাঁর ভিডিও দেখেন। নানা মজার কথপোকথন থেকে রান্না, তারকাদের বাড়ির অন্দরমহলের ছবি সবই দেখা বা জানা যায় তাঁর কন্টেন্ট থেকে।