৬০ বছর ছুঁয়েও তিনি ‘বলিউডের কিংবদন্তি রাজা’। আর একজন রাজার মতোই উজ্জ্বল তাঁর ব্যক্তিত্ব। তিনি, শাহরুখ খান। নভেম্বরের প্রথম সকাল থেকেই মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর প্রাসাদ ‘মন্নত’-এর সামনে ঢল নেমেছিল হাজার হাজার মানুষের। কেউ হাতে পোস্টার, কেউ বাদশার মুখোশ পরে নেচে উঠেছেন ‘ওম শান্তি ওম’-এর গানে। কেউ বা দূর থেকে ভক্তি ভরে চুমু ছুঁড়েছেন সেই প্রিয় বারান্দার দিকে, যেখানে প্রতি বছর জন্মদিনে দেখা মেলে শাহরুখ খানের।

 

কিন্তু এবারে একটু অন্যরকম দৃশ্য। মন্নতের লোহার গেটের বাইরে আজও পুলিশি ব্যারিকেড, কড়া নিরাপত্তা। কারণ, শাহরুখ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,  প্রশাসনের পরামর্শে এবার ভক্তদের ভালবাসা গ্রহণ করার জন্য তিনি বাড়ির বাইরে বেরোতে পারবেন না। এক্স-এ নিজের বার্তায় কিং খান লিখেছেন, “ভক্তদের ভালবাসা আমি সব সময় অনুভব করি, কিন্তু নিরাপত্তার স্বার্থে এবার বাইরে এসে দেখা হবে না। বিশ্বাস করুন, আপনাদের সঙ্গে দেখা না হওয়ার কষ্ট আপনাদের থেকে আমারই বেশি হচ্ছে।”

 

 

তবে ভক্তদের জন্য তাঁর উপহার প্রস্তুত ছিল ভোর থেকেই। তাঁর আসন্ন ছবি ‘কিং’ ছবির টিজার। এক মিনিট এগারো সেকেন্ডের সেই ভিডিওতে ঝলসে উঠেছেন এক সম্পূর্ণ নতুন শাহরুখ। সল্ট-পেপার দাড়ি, চোখে নিষ্ঠুরতা, মুখে গা-ছমছমে সংলাপ, “কত খুন করেছি মনে নেই… তারা ভাল না খারাপ, তাও জিজ্ঞেস করিনি… শুধু ওদের চোখে দেখেছি আতঙ্ক। আর আমি-ইছিলাম , তার কারণ।” এবং ঝলক শেষে বাজল সেই আগুন লাগানো লাইন, “ভয় নয়, মূর্তিমান আতঙ্ক আমি।”

টিজার মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। মন্নতের বাইরে চলেছে ফ্ল্যাশলাইট, আতসবাজি, বাদশার জয়ধ্বনি। কেউ কেউ পোস্টার ছুঁয়ে চোখে লাগাচ্ছেন, যেন আশীর্বাদের সন্ধানে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ শাহরুখের বিপরীতে থাকছেন মেয়ে সুহানা খান। সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা, রাঘব জুয়েল-সহ এক তারকাসমৃদ্ধ দল।

২০২৬-এ মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলার। কিন্তু তার আগেই জন্মদিনের দিনটায় শাহরুখ দেখিয়ে দিলেন, বয়স কেবল সংখ্যা, ‘বাদশা’ এখনও রাজত্ব করছেন মানুষের নের মণিকোঠা থেকে আলো-ছায়ার পর্দায়।