‘জেলার ২’ ছবিকে ঘিরে এখন ভক্তদের উত্তেজনা তুঙ্গে। কারণ, এই ছবির সুবাদে এবার কি সত্যিই একই পর্দায় দেখা পাওয়া যাবে দক্ষিণের কিংবদন্তি তারকা রজনীকান্ত এবং বলিউডের 'বাদশা' শাহরুখ খান-কে? সোশ্যাল মিডিয়ায় জল্পনা তো চলছেই, তবে এই রহস্যে যেন আরও খানিকটা আগুন ঢেলেছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ‘জেলার ২’-এর প্রসঙ্গ ওঠে। সেই সময় সহ-অভিনেতাদের নাম উল্লেখ করতে গিয়ে মিঠুন বলেন, “মোহনলাল, শাহরুখ খান, রাম্যা কৃষ্ণন, শিবরাজকুমার…”। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন চর্চা। ভক্তদের একাংশ মনে করছেন, এটাই নাকি ইঙ্গিত অর্থাৎ, ছবিতে শাহরুখ খানের থাকার সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনটাই যেন ইঙ্গিত দিচ্ছেন মিঠুনও। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এদিকে, অনেকেই মনে করছেন, যদি এই ‘প্যান-ইন্ডিয়া ড্রিম কলাব’ সত্যি হয়, তাহলে তা নিঃসন্দেহে হবে সাম্প্রতিক সময়ের সিনেমা দুনিয়ার অন্যতম বড় ঘটনা। কারণ, দীর্ঘ সময় পর একসঙ্গে একই পর্দায় দেখা যেতে পারে দুই তারকাকে। উল্লেখযোগ্য বিষয়, শেষবার শাহরুখ ও রজনীকান্তকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০১১ সালের ‘রা.ওয়ান’-এ, যেখানে ‘এন্থিরান’-এর 'চিট্টি' রূপে বিশেষ উপস্থিতি ছিল রজনীকান্তের। এরপর আর কখনও কোনও প্রোজেক্টে তাঁদের একত্রে দেখা যায়নি। অন্যদিকে, বহু বছর আগে মিঠুনের বাংলা ছবি ভাগ্যদেবতা তে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন রজনী।
‘জেলার’ সিরিজের জনপ্রিয়তা আগেই প্রমাণিত। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতাতেই তৈরি হচ্ছে ‘জেলার ২’। ছবির তারকাসমৃদ্ধ সম্ভাব্য লাইন-আপ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বাড়িয়ে তুলেছে উত্তেজনা।
এখন দেখার, মিঠুনের এই মন্তব্য শুধুই বন্ধুত্বপূর্ণ উচ্ছ্বাস নাকি সত্যিই বড় কোনও ঘোষণা আসার পূর্বাভাস। তবে আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই। ততদিন পর্যন্ত ‘জেলার ২’-কে ঘিরে জল্পনা, উত্তেজনা, প্রত্যাশা আরও বাড়তেই থাকল।
