নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে জায়গা করে নেয় 'মালা বদল'। জি বাংলার এই ধারাবাহিক দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। খিটখিটে উকিল আর ঘটক দিদির খুনসুটি দারুণ পছন্দ করছিলেন দর্শক। একইভাবে গল্পের নিত্যনতুন মোড় আকর্ষণ বাড়াচ্ছিল ধারাবাহিকের।
ডিভোর্স করাতে সিদ্ধহস্ত গল্পের নায়ক কাব্য। অন্যদিকে, মনের মিল দেখে বিয়ে দিতে জুড়ি মেলা ভার দিতির। একেবারে বিপরীত মেরুর দু'জন মানুষের মনের মিল কীভাবে হয়? সেই নিয়েই এগোয় গল্প। ধীরে ধীরে কাব্যর মনে জায়গা করে নেয় দিতি। পরিবারের সবার চোখের মণি হয়ে সে। পরিবারের সমস্ত বিপদে হাতে হাত মিলিয়ে ঢাল হয়ে দাঁড়ায় কাব্য-দিতি। নানা বিপদে তাদের পরিবারে ভাঙন ধরলেও ঠিক নতুন করে ভাল থাকার সংজ্ঞা লেখে তারা।
কিন্তু এবার শেষ হল কাব্য-দিতির পথ চলা। অনেকদিন ধরেই 'মালা বদল' শেষ হওয়ার গুঞ্জন চলছিল। কিন্তু এবার সত্যি হল আশঙ্কা। সমাজমাধ্যমে মন খারাপের বার্তা দিয়ে এই কথাই জানালেন পর্দার 'দিতি' ওরফে রিতু পাইন। ধারাবাহিকের বেশকিছু দৃশ্য ভাগ করে রিতু লেখেন, 'একসাথে অনেকটা পথ চলা, মান অভিমান, ঝগড়াঝাঁটি, অধিকার, ভালোবাসা সব একাকার। আজ দিতি-কাব্য এর পথচলা হলো শেষ। ঘটকদিদি দিতি আর ডিভোর্স লইয়ার কাব্য দুজনের মধ্যে মালাবদল এই কি ওদের ভাগ্য!' এই পোস্টের শেষে পর্দার 'কাব্য' ওরফে বিশ্বজিৎ ঘোষকে ধন্যবাদ জানিয়ে রিতু লেখেন, 'তোমার অভিজ্ঞতা,দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক সমস্যা সমাধান করেছ, পাশে থেকেছ, তুমি সব সময় 'দিতি'র হৃদয়ে থাকবে।'
জানা যাচ্ছে, 'মালা বদল'-এর জায়গায় শুরু হতে চলেছে জিতু-দিতিপ্রিয়ার 'চিরদিনই তুমি যে আমার'। এছাড়াও আসছে নতুন মেগা 'দুগ্গামণি ও বাঘমামা'। এই ধারাবাহিকে দেখা যাবে মানালি মনীষা দে, রাহুল দেব বসু ও খুদে শিল্পী রাধিকা কর্মকারকে।
