৫২ -তেও ছিপছিপে তন্বী তিনি। বলে বলে ১০ গোল দেওয়ার ক্ষমতা রাখেন অল্প বয়সীদের। বলিউডের অন্যতম সুন্দরী, মোস্ট এলিজিবল ব্যাচেলর। কিন্তু সিঙ্গলহুড নিয়ে কোনও আক্ষেপ বা কষ্ট নেই তাব্বুর। কিন্তু তাই বলে তিনি কি সম্প্রতি যৌনতা, চাহিদা নিয়ে মুখ খুলেছেন?
সম্প্রতি একটি বক্তব্য দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, তাব্বু নাকি বলেছেন তাঁর কেবল শোয়ার জন্য পুরুষের প্রয়োজন। ঠিক কী রয়েছে এই ভাইরাল বক্তব্যে? তাব্বুর নাম করে বলা হচ্ছে তিনি নাকি বলেছেন, 'আমার কেবল শোয়ার জন্য বিছানায় একজন পুরুষের প্রয়োজন। আর কিচ্ছু না। আমি একা থাকতেই ভালবাসি। আমি বিয়ে করতে চাই না। আমি কাজ নিয়ে থাকতেই, এই সিঙ্গল লাইফেই ভাল আছি।' কিন্তু আদৌ কি এই কথা তিনি বলেছেন? বক্তব্য ভাইরাল হতেই এমন প্রশ্ন উঁকি দিচ্ছে তাঁর অনুরাগীদের মনে। জানা গেল, সন্দেহই সত্যিই, এমন কিছু মোটেই বলেননি তিনি!
তাব্বু মোটেই এমন কোনও মন্তব্য করেননি যেখানে তিনি তাঁর ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিয়েছেন। এবং মনে করেন বিয়ে একটি অবশ্যই বিষয়, জীবনকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। তাব্বু কখনই এমন কিছু জানাননি যে তিনি পরিস্থিতির শিকার নন, বরং স্বেচ্ছায় একা আছেন। তাঁর কাজ, স্বাধীনতাকে গুরুত্ব দেন বলে একা আছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, তাব্বুর নামে এক বক্তব্য যে এখনই ভাইরাল হয়েছে সেটা নয়। বরং এটি ২০২৫ সালেও একবার জনসমক্ষে এসেছিল। সেই সময়ই তাঁর টিমের তরফে জানানো হয়, অভিনেত্রী মোটেই এমন কোনও কথা বলেননি। তাঁদের তরফে দাবি করা হয়, তাব্বুর নাম করে এই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, যা অনৈতিক। এমনকী তাব্বুর কোনও সোশ্যাল মিডিয়া তো বটেই, তাঁর কোনও সাক্ষাৎকারেও এমন কোনও কথা শোনা যায়নি।
তবে একবার তিনি মজা করে জানিয়েছিলেন তাঁর একা থাকার জন্য দায়ী অজয় দেবগন। প্রসঙ্গত, তাব্বু এবং অজয় দেবল সহকর্মী নন, তাঁরা অনেক পুরনো বন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন। আর সেই সময়ই অজয় নাকি কোনও ছেলেকে তাব্বুর কাছে ঘেঁষতে দিতেন না।
প্রসঙ্গত, তাব্বুকে দর্শক শেষবার 'অরো মে দম কাঁহা' ছবিতে দেখেছেন। ২০২৫ সালে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। আগামীতে তাঁকে 'ভূত বাংলা' ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে। এছাড়া 'দৃশ্যম ৩' তো আছেই।
