বলিউড অভিনেতা ইমরান হাশমি বরাবরই তাঁর কাজের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। তবে এবার তিনি যা করলেন, তা শুনে তাঁর অনুরাগীরা যেমন অবাক হয়েছেন, তেমনই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে। সম্প্রতি একটি বড়সড় অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠেই সোজা রাজস্থানে 'আওয়ারাপান ২'-এর শুটিং সেটে হাজির হলেন তিনি। শারীরিক অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁর এই কাজে ফিরে আসা এখন টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রবিন্দু।
খবর অনুযায়ী, ইমরান হাশমির সম্প্রতি একটি গুরুতর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা তাঁকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনও আপস করতে রাজি নন ‘সিরিয়াল কিসার’ খ্যাত এই তারকা। রাজস্থানের তপ্ত মরুভূমিতে ছবির শুটিং শিডিউল আগে থেকেই ঠিক করা ছিল। নির্মাতারা চেয়েছিলেন ইমরানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং পিছিয়ে দিতে, কিন্তু অভিনেতা নিজেই জেদ ধরেন যে তিনি কাজ শুরু করবেন।
'আওয়ারাপান' ছবিটি ২০০৭ সালে মুক্তি পাওয়ার পর থেকে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা ছিল। অবশেষে যখন কাজ শুরু হল, ইমরান চাইলেন না তাঁর কারণে পুরো টিমের সময় নষ্ট হোক। রাজস্থানের জয়সালমীরে ছবির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং চলছে। সেখানে প্রচণ্ড গরম আর ধুলোবালির মধ্যে কাজ করা সুস্থ মানুষের পক্ষেই কষ্টকর, সেখানে অস্ত্রোপচারের ক্ষত নিয়ে ইমরান যেভাবে শট দিচ্ছেন, তা দেখে ইউনিটের সবাই আপ্লুত।
শুটিং সেটের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ইমরান এখনো পুরোপুরি সুস্থ নন। তাঁর চলাফেরা ও নড়াচড়ায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালেই তিনি অন্য মানুষ। নিজের ব্যথা গোপন করে সাবলীল অভিনয় করে যাচ্ছেন তিনি। ছবির পরিচালক ও প্রযোজক সংস্থা তাঁর জন্য বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থাও রেখেছে সেটে, যাতে কোনও সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এই ছবিতে ইমরানকে এক অন্যরূপে দেখা যাবে বলে দাবি করছেন নির্মাতারা। অ্যাকশন ও ইমোশনে ভরপুর এই সিক্যুয়েলটি আগামী বছরের অন্যতম আলোচিত ছবি হতে চলেছে।
সমাজমাধ্যমে ইমরানের সুস্থতা কামনা করে অনুরাগীরা বার্তা দিচ্ছেন। তবে অভিনেতার একটাই লক্ষ্য—দর্শকের জন্য একটি নিখুঁত ছবি উপহার দেওয়া। রাজস্থানের এই কঠিন শিডিউল শেষ করে তবেই তিনি মুম্বই ফিরবেন বলে খবর।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে ছবি প্রসঙ্গে ইমরান বলেন, “আমরা প্রায় দু-তিন বছর ধরে এই ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। আমরা শুধু বানানোর খাতিরে কোনও সিক্যুয়েল তৈরি করতে চাইনি। ঘটনাক্রমে এ বছরই চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। থিয়েটারে চলার পর ছবিটি দর্শকের মধ্যে যে ধরনের উন্মাদনা তৈরি করেছিল, তা ভাবাই যায় না। ”
তিনি আরও বলেন, “আওয়ারাপন ছবিটি মুক্তির বেশ কিছুদিন পর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। এভাবেই সিনেমাটির একটি বিশাল ফ্যান-বেস তৈরি হয়েছে। এটিই প্রমাণ করে যে, একটি সিনেমা শুধুমাত্র সিনেমা হলের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না। কখনও কখনও একটি সিনেমার পথচলা সম্পূর্ণ ভিন্ন হয়। যদি সিনেমাটি ভাল হয়, তবে হল থেকে নামার অনেক পরেও মানুষ সেটি দেখবে এবং পছন্দ করবে।”
