সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক বেড়েই চলেছে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়নাকে ঘিরে। নেটপাড়ার একটি বড় অংশের পাশাপাশি বলিউডের অতি পরিচিত ব্যক্তিত্বরাও একহাত নিয়েছেন এই দুই ইউটিউবারকে। তবে এত কঠিন সময়েও নিজের রসবোধ হারাননি সময়। পেশাদার হিসাবেও নিজের মাপকাঠি উঁচু করলেন আরও। এইমুহূর্তে কানাডায় কৌতুক অনুষ্ঠানের ট্যুর চলছে তাঁর। সেখানে মঞ্চে উঠে এই বিতর্ককে কটাক্ষ করে মুখ খুলেছেন কৌতুকশিল্পী! রণবীর আলাহাবাদিয়ার কথাও উঠে এসেছে তাঁর মুখে।
সেই শো-এ দর্শকাসনে হাজির ছিলেন শুভম দত্ত নামে এক বাঙালি তনয়। শো-এর অভিজ্ঞতা অল্প কথায় ফেসবুকে লিখেছেন শুভম।
তিনি লিখেছেন, "The Show Must Goes On....."
এই আপ্তবাক্যটির আসল মানে যে কী, সেটা কিছু ঘণ্টা আগে উপলদ্ধি করলাম এই লোকটার লাইভ শো-তে গিয়ে! প্রথমবার দেখলাম, চারিদিকে প্রায় ৭০০ তথাকথিত ‘বিগড়ে‘ যাওয়া আজকের প্রজন্মের ছেলেমেয়েরা তারস্বরে চিৎকার করছে নাম ধরে আর তার মাঝে একজন প্রফেশনাল স্ট্যান্ডআপ কমেডিয়ান অঝোর ধারায় চোখের জল ফেলছে অনুষ্ঠান শুরু করার আগে....
প্রথমবার দেখলাম, পাহাড় প্রমাণ মানসিক চাপ, চোখের তলায় ডার্ক সার্কেল, বসে যাওয়া মুখ আর উস্কোখুস্কো চুল নিয়ে কালো হুডি পরে একটা ২৭ বছর বয়সের ছেলে মাইকে এসে প্রথম বলল, "আমার উকিলদের পারিশ্রমিক দেওয়ার জন্য ধন্যবাদ"...... , আরও বলেন, " আজকের এই শো-তে হয়ত অনেকবার আপনাদের মনে হবে সময় আরও মজাদার কিছু বলতে পারত, সেই সময়ে দয়া করে 'বিয়ার বাইসেপস এর মুখটা মনে করে নেবেন। এটা আমার অনুরোধ ..... " এরপর প্রায় টানা দুঘন্টার অনুষ্ঠানে মাত্র এক দু‘মিনিট বাদ দিয়ে না হেসে বসা যায়নি....
নিজের সমকালীন বিপদজনক পরিস্থিতি নিয়েই যে টানা দুঘন্টা সবাইকে হাসিয়ে গেছে সময়। শো-এর শেষে সে বলে যায়, " হয়ত এখন আমার সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু বন্ধুরা এটা কখনও ভুলো না যে আমি-ই কিন্তু সময়...."
একে বলে পারফর্মার.....
পরে ফেসবুক থেকে শুভম অবশ্য মুছেও দিয়েছেন সেই পোস্ট। তবে ইতিমধ্যেই সময়কে নিয়ে করা শুভমের সেই পোস্ট ভাইরাল সমাজমাধ্যমে।
প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের অ্যাকাউন্ট থেকে সময় রায়না লেখেন যে ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শো-এর সমস্ত ভিডিয়ো তিনি মুছে দিয়েছেন। এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানান তিনি। এই শো-এ হাজির হওয়া বহু শিল্পীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। সেই তুমুল বিতর্কের প্রসঙ্গ টেনে সময় রায়না লেখেন, " আমার প্রধান লক্ষ্য ছিল মানুষদের হাসানো এবং মজাদার সব মুহূর্ত উপহার দেওয়া। কিন্তু বর্তমানে এর থেকে বেশি সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়।' তিনি আরও জানিয়েছেন, এই বিতর্কে যে যে এজেন্সি তদন্ত করছেন, তাঁদের সবরকম সহায়তা করতে প্রস্তুত তিনি। তবে এতকিছুর মধ্যেও নিজের রসবোধ হারাননি তিনি। এবং সে ছাপ তিনি তাঁর এই পোস্টের বার্তা বাক্সে রেখেছেন। এক নেটিজেনের উদ্দেশ্যে সময় লেখেন, "এটা ঠিক হচ্ছে না। টুইটারে আমাকে ঝাড়বেন না। দয়া করে আমার ইউটিউব চ্যানেলের বার্তা বাক্সে গিয়ে আমাকে অপমান করুন। তাতে অন্তত ইউটিউব অ্যাকাউন্ট থেকে দু'টো টাকা উপার্জন করতে পারব।"
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে সময়কে নিয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় ব়্যাপার বাদশা। মুখ খুলেছেন জনপ্রিয় ও বিতর্কিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি-ও। তবে স্রোতের সঙ্গে না গিয়ে সময়ের খানিক পক্ষ নিয়েই কথা বলেছেন তিনি। বলা ভাল, ইউটিউবারের প্রতি সহমর্মিতা-ই দেখিয়েছেন তাঁরা। গুজরাতের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাদশা। সেখানে মঞ্চে নিজের পারফরম্যান্সের শেষে তিনি চিৎকার করে বলে ওঠেন, “সময় রায়নাকে ছেড়ে দাও!” শোনামাত্রই হর্ষধ্বনির মাধ্যমে গায়কের বক্তব্যকে সমর্থন জানায় দর্শক। বাদশার সেই মন্তব্যের ভিডিও বর্তমানে ভাইরাল সমাজমাধ্যমে।
