সংবাদ সংস্থা মুম্বই: মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন শাহরুখের ‘ডাঙ্কি’ ছবির সহ-অভিনেতা বরুণ কুলকর্নি। কাজ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজেও। কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে এইমুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অবস্থা এতটাই গুরুতর যে প্রতি সপ্তাহে দু’বার করে ডায়ালিসিসি করাতে হচ্ছে অভিনেতাকে। সব মিলিয়ে হাসপাতালের খরচ এতটাই বেড়ে গিয়েছে যে আর্থিক সমস্যার মুখেও পড়েছেন তিনি।

সমাজমাধ্যমে হাসপাতালের বিছানায় অসুস্থ বরুণের অচেতন অবস্থার ছবি পোস্ট করে একথা জানিয়েছেন তাঁর বন্ধু রোশন শেঠি। সঙ্গে বরুণের চিকিৎসার খরচের জন্য সাহায্য চেয়েছেন তিনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Roshan Shetty (@roshaan_shetty)
“বরুণ শুধু একজন অসাধারণ শিল্পীই নয়, মানুষ হিসাবেও খুব ভাল। খুব কম বয়সে বাবা-মাকে হারিয়েছে। নিজের ক্ষমতায় নিজেকে তৈরি করেছে। বহু বাধা অতিক্রম করে অভিনয়ের জগতে এসেছে। একজন শিল্পীর জীবনে আর্থিক টানাপড়েন লেগেই থাকে। কিন্তু এই অবস্থায় ওর সাহায্যের দরকার। আমরা বন্ধুরা ওকে সাধ্যমতো সাহায্য করছি কিন্তু পুরোটা পেরে উঠছি না। আপনাদেরও সাহায্য একান্তভাবে প্রয়োজন। তাই নিজেদের সাধ্যমতো বরুণের পাশে এসে দাঁড়ান। টাকার পরিমাণ যতটুকুই হোক না কেন তা আমাদের অত্যন্ত কাজে লাগবে। যদি কেউ আর্থিকভাবে সাহায্য করতে না-ও পারেন তাহলে তিনি যেন অনন্ত এই খবরটা অন্যকে দেবেন।”