সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান এবং অভিষেক বচ্চনকে কতবার প্রকাশ্যে একসঙ্গে দেখা গিয়েছে, তা হাতে গুনে বলে দেওয়ায় যায়। কেন তাঁদের একসঙ্গে দেখা যায় না সেকথা বোঝার জন্য কোনও কঠিন উপপাদ্য প্রমাণ করার প্রয়োজন নেই। তবে একটা সময়ে কিন্তু তাঁরা দু'জনে একইসঙ্গে বসে মদ্যপান করতেন, হৈ-হল্লাও পাকাতেন! সেইসব পার্টিতে নাকি দেখা যেত অমিতাভ বচ্চনকেও। কি অবিশ্বাস্য লাগছে? এমনটাই দাবি করলেন জনতামহলের পাশাপাশি বলিপাড়ার তারকমহলেও সমান জনপ্রিয় ডিজে আকিল। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের পার্টির এমন নানা অজানা কথা প্রকাশ্যে এনেছেন ডিজে আকিল। জানালেন, যখন সমাজমাধ্যমের রমরমা ছিল না তখন চুটিয়ে এইসব বলি-পার্টিতে আনন্দে মাতোয়ারা হতেন তাবড় তাবড় বলি-তারকারা। একসঙ্গে মদ্যপান করার পাশাপাশি ভাগ করে খাবার খেতেন। ডান্স ফ্লোরে নাচতেনও!  আরও বললেন, "একটা সময়ে বলিউডের নানান পার্টিতে একই ছাদের তলায় মদ্যপানে মজতেন সলমন-অভিষেক। সেসব পার্টিতে বলিউডের তাবড় তাবড় তারকা আসতেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ফরদিন খান, জন আব্রাহাম, হৃতিক রোশন, ডিনো মোরিয়া-সহ আরও অনেকে। সিনিয়র ও জুনিয়র দুই বচ্চনই একসঙ্গে পার্টি করতেন মনে আছে। তখনও এসব কোনও ক্যামেরার রমরমা ছিল না। ওঁরা আসতেন, মদ্যপান করতেন, আনন্দ করতেন চুটিয়ে। কী মজাটাই না হত!”


" তবে এখন তো এসব পার্টিতে আসতে চান না বলি-তারকারা। আসতে রীতিমতো ভয় পান। সবাই ফোন, ক্যামেরা চালু করে রাখে। ছবি তুলতে চায় ওঁদের সঙ্গে। লোকজন ওঁদের বিরক্ত করেন। পার্টিতে এসে এতটুকুও শান্তি পান না। আগে যেভাবে নির্দ্বিধায়, নিরুদ্বেগে পার্টিতে চুটিয়ে মজা করতেন  এখন সেই পরিবেশের ছিটেফোঁটা আর নেই। নিজেরদের ছবির গান বাজলে তো উন্মাদের মতো নাচতেন শাহরুখ-সলমন-আমির। মদ্যপান যেমন করতেন, হৈ-হল্লা করে মাতিয়ে রাখতেন পুরো পার্টি।  তবে সমাজমাধ্যমের বাড়বাড়ন্তের পরে সেসব এখন অতীত।"