আজকাল ওয়েবডেস্ক: বন নয়, যেন রীতিমতো বার বা ডিজে নাইট! হাতি, বানর, বুনো শূকর, গঙ্গাফড়িং, গুটিপোকা – সবাই মাতাল! সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একদল বন্যপ্রাণী মারুলা ফল খেয়ে একেবারে ‘টিপসি’ হয়ে গিয়েছে! ভিডিওর শুরুতেই দেখা যায়, একটি বিশাল হাতি গিয়ে ধাক্কা মারছে একটি গাছে। প্রথমে মনে হয় গাছের উপরের বানরদের উপর রেগে আছে সে। কিন্তু আসলে গাছটি ছিল পাকা মারুলা ফলে ঠাসা, আর হাতির লক্ষ্য ছিল সেই মাদকতাময় ফল। গাছ কাঁপাতেই ফল ঝরে পড়ে মাটিতে। আর শুরু হয় জলসা! 

একটু পরেই আশেপাশের অন্যান্য প্রাণীরা ছুটে আসে—বানর, বুনো শূকর, অ্যান্টিলোপ, এমনকি গুটিপোকাও! সবাই মিলে গোগ্রাসে খেতে থাকে ফলগুলো। এরপরই শুরু হয় আসল কাণ্ড—ফল খাওয়ার পর একে একে সব প্রাণী মাতাল হয়ে পড়ছে! ভিডিওতে দেখা যায়— একটি বাচ্চা হাতি পড়ে গিয়ে উঠতে পারছে না, তবুও মুখে ফল নিয়ে চিবিয়ে খাচ্ছে। এক বানর নিজেরই পুরুষ সঙ্গীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, চোখে-মুখে প্রেমের ঘোর! বুনো শূকর টলতে টলতে নিজের গর্তে ফিরছে, আবার কেউ গর্তে ঢোকার আগেই হোঁচট খেয়ে গড়িয়ে পড়ছে। অ্যান্টিলোপ, তিতির, এমনকি গুটিপোকাও নেশায় টালমাটাল। 

নেটিজেনদের প্রতিক্রিয়া রীতিমতো হাসির খোরাক। একজন লিখেছেন, “এই ভিডিও না দেখলে বিশ্বাসই করতাম না যে বন্যপ্রাণীরাও পার্টি করে!” আরেকজন মন্তব্য করেছেন, “বানরেরা তো একেবারে ‘সান্ডে ব্রাঞ্চ’ মুডে চলে গেছে!” কেউ আবার বলছেন, “দুনিয়া কি গোল?” — বানরের চোখ দেখে যেন সত্যিই সেই প্রশ্নই ভেসে উঠছে। শুধু দর্শক ছিল শকুনের দল। দূরে দাঁড়িয়ে তারা বিস্ময়ে দেখছে পশুদের মাদকতাময় পার্টি, যেন বলছে—"এ কেমন বনভোজন?"

ভিডিওটি মাত্র কয়েকদিনেই লক্ষাধিক ভিউ ছাড়িয়ে গেছে। হাজার হাজার মানুষ এটি শেয়ার করছেন, আর সঙ্গে চলছে হাহাহি হিহি। এই অনন্য ভিডিও প্রমাণ করে দিল—পার্টি করার জন্য মানুষেরই হতে হবে, এমন কোনও কথা নেই! পাকা মারুলা ফল আর একটু ‘ওভারডোজ’ থাকলেই, বনের প্রাণীরাও হয়ে যেতে পারে একেকজন ‘ফান অ্যানিম্যাল’! এই মুহূর্তে এই ভিডিওই নেটপাড়ার হট ফেভারিট। আপনি এখনো দেখেননি?