আজকাল ওয়েবডেস্ক: আসন্ন ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বামেদের অন্যতম মুখ হচ্ছেন প্রয়াত বলি তারকা সুশান্ত সিং রাজপুতের বোন দিব্যা গৌতম। তাঁকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) লিবারেশন। দলের তরফে মঙ্গলবার, ১৪ অক্টোবর, আনুষ্ঠানিক ভাবে জানানো হয় যে তিনি বিহারের দিঘা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিহারের বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর শরিক সিপিআই(এমএল) লিবারেশন। এই জোটে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেসও রয়েছে।
দিব্যা গৌতম অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর প্রাক্তন নেত্রী এবং প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের বোন। বরাবরই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত সুশান্তের বোন।

সিপিআই(এমএল)-এর ছাত্র সংগঠন আইসা-র নেত্রী হিসাবে ছাত্র রাজনীতিতে পরিচিত মুখ দিব্যা। সেকারণেই পটনার দিঘা বিধানসভা কেন্দ্র থেকে আইসা-র এই প্রাক্তন নেত্রীকে প্রার্থী করেছে বিহার সিপিআই(এমএল)। সূত্রের খবর, বুধবার মনোনয়নপত্র জমা দেবেন দিব্যা।

প্রসঙ্গত, সুশান্তের বোন দিব্যা পটনা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এই বিষয়ে তাঁর স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে। বর্তমানে দিব্যা পটনা উইমেন্স কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করছেন। এর আগে তিনি বিহার সরকারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা বিভাগে সরবরাহ পরিদর্শক হিসাবেও নিযুক্ত ছিলেন।
তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে, “গণজ্ঞাপনের সহকারী অধ্যাপক.. থিয়েটার শিল্পী.. সমাজ বিজ্ঞান গবেষক... সিভিল সার্ভিসেস মেন্টর.. জাতপাত-বিরোধী নারীবাদী সমাজতন্ত্রী।”

আরও পড়ুন: জেলের ভিতরেই বীর্য চোরাচালান! সেই শুক্রাণু দিনে পাঁচ বার দেহে ঢুকিয়ে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদি! হতবাক প্রশাসন

নাম ঘোষণার পর দিব্যা জানিয়েছেন, সুশান্তের নামে মানুষ তাঁকে চেনেন, এর জন্য তিনি ‘কৃতজ্ঞ’। অভিনেতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “আমি নিজেও একজন থিয়েটার শিল্পী। প্রতি বছর ওঁর জন্মদিনে আমি একটি নাটক করি। কিন্তু আমার রাজনীতিতে ওঁর নাম ব্যবহার করতে চাই না।” তিনি আরও বলেন, “অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে ওঁর নামকে ব্যবহার করতে চায়, আমি সেভাবে তা করতে চাই না।” ছাত্র সংসদের নির্বাচনে লড়ার সময়েও তিনি সুশান্তের জনপ্রিয়তাকে কাজে লাগাননি বলেই দাবি করেছেন দিব্যা।
দিব্যার কথায়, “আমি যে সুশান্ত সিংহ রাজপুতের বোন, তা অস্বীকার করতে পারি না। মানুষ আমাকে ওঁর নামে চেনেন। আমি এর জন্য কৃতজ্ঞ।’ কিন্তু সুশান্ত নিজের কঠোর পরিশ্রমের জোরে পরিচিতি পেয়েছিলেন, স্বজনপোষণের জন্য নয়। সেটাই বিশ্বাস করেন বোন দিব্যাও।

দিব্যার আগমনে দিঘা কেন্দ্রের লড়াই এক আকর্ষণীয় মোড় নিতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই কেন্দ্রে বিজেপি তাদের বিদায়ী বিধায়ক সঞ্জীব চৌরাসিয়াকে প্রার্থী করতে চলেছে। প্রায় ৪০০টি ভোটকেন্দ্র এবং ৪ লক্ষেরও বেশি ভোটারের দিঘা বিহারের বৃহত্তম বিধানসভা কেন্দ্র। ২০০৮ সালে সীমানা পুনর্বিন্যাসের পর দিঘা বিধানসভা আসনটি তৈরি হয়। ২০১০ সালের বিধানসভা নির্বাচনে জেডি(ইউ)-এর পুনম দেবী এখান থেকে জয়ী হন।
এরপর ২০১৫ সালে বিজেপির সঞ্জীব চৌরাসিয়া বিধায়ক হন। ২০২০ সালেও তিনি সিপিআই(এমএল)-এর শশী যাদবকে পরাজিত করে নিজের আসন ধরে রাখেন। ২০২০ সালে সঞ্জীব ৯৭,০৪৪টি ভোট পেয়েছিলেন, যেখানে সিপিআই(এমএল) প্রার্থী শশী যাদব পেয়েছিলেন ৫০,৯৭১টি ভোট।