নিজস্ব সংবাদদাতা: টলিউডে এখন শুধুই বিচ্ছেদের গুঞ্জন। ছোটপর্দার দুই অভিনেত্রীর পর আরও এক অভিনেত্রী এবার বিচ্ছেদের পথে। যদিও অনেকদিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, কিন্তু তেমনভাবে টের পেতে দেননি কাউকেই। মুখ্য চরিত্রে অভিনয় না করলেও ইতিবাচক বা নেতিবাচক পার্শ্ব চরিত্রে দর্শকের চোখে অত্যন্ত পছন্দের অভিনেত্রী তিনি। 

 


একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দর্শক দেখেছেন তাঁকে। তবে শুধু ছোটপর্দায় নয়, একসময় বড়পর্দাতেও অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রে নায়কের বোনের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। মাঝে অবশ্য কিছুদিনের বিরতি নিয়ে আবার নতুন করে কাজে উড়ান দেন তিনি। সম্প্রতি তাঁকে দর্শক দেখছেন আরও একটি ধারাবাহিকে, যেখানে নায়ক নায়িকার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে উপস্থিত হন তিনি। আপাতত কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত এই অভিনেত্রী। 

 


এক সময় কাজ কিছুটা কমিয়ে দিয়েছিলেন সম্ভবত পারিবারিক সমস্যার কারণে। তবে এখন তিনি কাজ করছেন এবং ইচ্ছে হলেই ঘুরতে চলে যাচ্ছেন পাহাড়ে। ইন্ডাস্ট্রিতে একসময় তাঁর প্রচুর বন্ধু থাকলেও এখন তাঁদের থেকে খানিকটা আলাদা হয়েছেন তিনি। বরং তাঁর স্বামীকে দেখা যায় সেই সব বন্ধুদের সঙ্গে। সত্যি কথা সহজ ভাবে বলতে প্রথম থেকেই পছন্দ করেন তিনি, নেই কোনও রাখঢাক। সেই কারণে অনেকের পছন্দের পাত্রী তিনি, আবার কারওর কাছে অপছন্দের।

 


আপাতত নিজেই নিজের পছন্দের মানুষ হয়ে উঠতে চান এই অভিনেত্রী। সেই কারণে নিজেকে অনেকটা সময় দিচ্ছেন, ভাল কাজ করছেন। সম্প্রতি আগের থেকে খানিকটা ওজন বাড়লেও নিজেকে নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী, কারণ তাঁর কাজ সব সময় প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।