নিজস্ব সংবাদদাতা: সুজিত রিণো দত্তের পরিচালনায় পর্দা কাঁপিয়েছিলেন দেব ও যিশু সেনগুপ্ত। বক্স অফিসেও ঝড় তুলেছিল 'খাদান'। এমনকী বাংলার প্রেক্ষাগৃহে আল্লু অর্জুনের 'পুষ্পা ২'-কেও জনপ্রিয়তায় ছাপিয়ে গিয়েছিল এই ছবি। বিপুল সাফল্যের পর আসছে 'খাদান'-এর সিক্যুয়েল। 

 


ক্লাইম্যাক্স দৃশ্যের শেষেই দেব যদিও ঘোষণা করে দিয়েছিলেন এই ছবির। কিন্তু সিক্যুয়েলের গল্প কোন প্রেক্ষাপটে হবে? 'খাদান'-এ দেখা গিয়েছে মধুর স্ত্রী লতিকা সন্তানসম্ভবা। যে চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। এদিকে কোলিয়ারি অঞ্চলের মাফিয়ারাজ, সিন্ডিকেটের দৌড়াত্ম সবমিলিয়ে একাধিক প্লট রয়েছে 'খাদান' ছবিতে। অতঃপর মোহন দাস পরবর্তী অধ্যায়ে তাঁর কয়লা সাম্রাজ্যের রাশ কীভাবে একা হাতে সামলাবে মধু, সেখান থেকেই শুরু হতে পারে সিক্যুয়েলের গল্প। কিংবা কোলিয়ারি অঞ্চলে পরিবারতন্ত্রের দাপটও দেখাতে পারেন দেব। 

 


যদিও এখন একেবারেই আলোচনার পর্যায়ে রয়েছে এই ছবি। আসলে এখন পরপর মুক্তির অপেক্ষায় রয়েছে দেবের বেশকিছু ছবি। 'ধূমকেতু', 'রঘু ডাকাত'-এর পর 'প্রজাপতি ২'-এরও কাজ শুরু করেছেন দেব। তাই 'খাদান ২'-এর পরিকল্পনা থাকলেও সুরিন্দর ফিল্মসের ব্যানারে কবে বড়পর্দায় আসবে এই ছবি, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, নতুন গল্পে থাকবেন পুরনো চরিত্ররা। সঙ্গে যোগ হবেন আরও নতুন মুখ।