নিজস্ব সংবাদদাতা, মুম্বইঃ ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ‘খলনায়ক’। পরিচালক সুভাষ ঘাইয়ের পরিচালনায় সেই ছবি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। বিশেষ করে ‘চোলি কে পিছে’ গানটি বিতর্কের ঝড় তুলেছিল। সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ অভিনীত সেই ছবিরই সিক্যুয়েল আনতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই চলছে ‘খলনায়ক ২’ ছবির স্ক্রিপ্ট তৈরির কাজ। 

এক সময় 'রাম লক্ষ্মণ', 'সওদাগর', 'পরদেশ'-এর মতো ক্লাসিক ছবি বানিয়ে বক্স অফিসে ঝড় তোলেন সুভাষ ঘাই। কিন্তু ২০২২ সালের পর থেকে আর কোনও ছবি পরিচালনা করেননি তিনি। তাঁর কেরিয়ারেরই অন্যতম আইকনিক ছবি ছিল 'খলনায়ক'। 

বিটাউন সূত্রের খবর, রিমেক নয়, সিক্যুয়েল বানাতে চান প্রবীণ পরিচালক। নতুন তারকাদের নিয়ে নতুন চরিত্রের উপর ভিত্তি করে তৈরি হবে খলনায়ক ২-এর গল্প। তবে মূল আকর্ষণ হিসাবে থাকবেন মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত! শোনা যাচ্ছে, সুভাষ ঘাই এখন এই ছবি তৈরির জন্য তাঁর 'বল্লু বলরাম' তথা খলনায়ক খুঁজছেন। যার জন্য নাকি চার জনের কথা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন পরিচালক।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই মায়ানগরীতে 'খলনায়ক ২' তৈরির গুঞ্জন শুরু হয়। যার সূত্রপাত হয় সুভাষ ঘাই এবং তাঁর স্ত্রী মুক্তার বিবাহবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান থেকে। যেখানে বহু বছর পর একসঙ্গে ধরা দিয়েছিলেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং অনুপম খের। ছিলেন মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও। একফ্রেমে ছবির তারকাদের দেখতেই খলনায়কের সিক্যুয়েল নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে।