নিজস্ব সংবাদদাতা: এবার মিউজিক ভিডিওতে নকশাল আন্দোলনের খণ্ডচিত্র তুলে ধরলেন তরুণ পরিচালক সৌম্য চক্রবর্তী। ‘কমবে অসুখ’ শীর্ষক এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওতে অভিনয় করেছেন অভিষেক ওঝা ও ছোটপর্দার পরিচিত অভিনেত্রী সুস্মিতা বিশ্বাস। ভিডিওটির গীতিকার ও সুরকারের দায়িত্ব সামলেছেন রয়েছেন রাহুল মজুমদার। তাঁর কণ্ঠে শোনা গিয়েছে গান-ও।
‘কমবে অসুখ’ নিয়ে পরিচালক সৌম্য বললেন, “বর্তমান সামাজিক পরিস্থিতিতে বিপ্লব যেন দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আমাদের সমাজ যখনই দিন বদলের বিপ্লব দেখেছে তখনই তার সঙ্গে অবধারিত ভাবে জড়িয়ে থেকেছে প্রেম। প্রেম ছাড়া বিপ্লবের অস্তিত্ব চিরকালই অসম্পূর্ণ। সেটা নকশাল আমল হোক বা বর্তমান। প্রেম আর বিপ্লবের এই সহাবস্থানকে নিয়েই আমাদের মিউজিক ভিডিও।”
এই মিউজিক ভিডিওর কাহিনির বিষয়ে তিনি আরও বলেন, “১৯৭১-এর নক্সাল আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি আমাদের ভিডিও। একজন ছেলে যে এই আন্দোলনের এর সঙ্গে জড়িত সে তার কর্তব্য পালনের জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করেছে। ভালবাসা আর বিপ্লবের কর্তব্যে ছেলেটি সবসময়ই তার কর্তব্যকে আগে রেখেছে। শেষমেশ তার পরিণতি কী হয়, সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। এই ভিডিও মুক্তি পাওয়ার পর ইতিমধ্যেই দর্শকের তরফে প্রশংসা কুড়িয়েছি, ভালোবাসা পাচ্ছি। আশা করি, আরও সমাদর পাবে আমাদের ‘কমবে অসুখ’।”
